উর্দু লেখক সাদাত হাসান মান্টোর ছোটগল্প গ্রাফিক নভেল হয়ে প্রকাশিত হল

নয়ডার ইন্ডি কমিক্স ফেস্ট ২০১৮ তে থাকছে বেশ কয়েকটি গ্রাফিকনভেল

 |  1-minute read |   12-05-2018
  • Total Shares

সাদাত হাসান মান্টোর ছোটগল্প মূত্রী-কে এ বার দেওয়া হল গ্রাফিকনভেলের রূপ। এই রূপ দিয়েছেন শিল্পী ও থিয়েটার ব্যক্তিত্ব অক্ষয় শেঠি। তারই নির্বাচিত অংশ:

অক্ষয়ের মতে, "যখন থেকে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হই তখন থেকেই সাদাত হাসান মান্টোর সৎ ও নির্ভীক লেখা "মূত্ৰী" আমাকে খুব প্রভাবিত করেছে, যদিও তিনি এই ছোট গল্পটি দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫৩ সালে লিখেছিলেন, কিন্তু সাম্প্রতিক কালে যখন উগ্র দক্ষিণপন্থীরা সাম্প্রদায়িক ঘৃণাকে রাজনীতির রূপ দিচ্ছেন, তখন এই গল্পটির প্রাসঙ্গিকতা রয়েছে।"

manto1_051218031538.jpg

manto2_051218031603.jpg

mato3_051218031629.jpg

manto4_051218032356.jpg

manto5_051218032410.jpg

(ব্লু জ্যাকালের ওসিটিএ থেকে উদ্ধৃত)

নয়ডার দা ডিজাইন-এ আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডি কমিক্স ফেস্ট ২০১৮ যেখানে "মূত্ৰী" ও অন্য কয়েকটি গ্রাফিকনভেল থাকবে। যে সব লেখক-শিল্পীরা নিজেরাই নিজেদের কাজ প্রকাশ করেন তাঁদের একটি মঞ্চ হল এই ইন্ডি কমিক্স ফেস্ট। দিল্লিতে এই সংখ্যাটির যেই প্রদর্শনীটি হবে সেখানে প্রায় কুড়ি জন লেখক-শিল্পী যোগ দেবেন। অরিজিৎ সেন, রোহন চক্রবর্তী, সুমিত কুমার ও ধীরাজ বর্মার মতো লোকজন দিল্লিতে বক্তৃতা করবেন। প্রদর্শনীটি মুম্বাই ও বেঙ্গালুরুতে এই মাসে অনুষ্ঠিত হতে চলেছে।

ব্লুজ্যাকেল এমনই আর একটি প্রতিষ্ঠান যেখানে ছবিতে আখ্যান, কমিক, ছবিতে গল্পের বই ও এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কাজ ও শিক্ষা আদানপ্রদান হয়। ব্লুজ্যাকেলের সাম্প্রতিক কমিক ও ছবিতে গল্পের বইয়ের নাম হল "ওসিটিএ"। আটজন লেখক-শিল্পীর কাজ নিয়ে প্রকাশ করা হয়েছে আটটি বই। তাদের প্রথম প্রকাশনটিতে "ওসিটিএ" বিভিন্ন ভাবনা দিয়ে প্রথম আট পাতার কমিক ও ছবিতে গল্প সৃষ্টি করেছে।

লেখাটি ইংরেজিতে পড়ুন

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment