না, অভিনন্দন পাকিস্তানি সৈন্যদের সঙ্গে নাচছেন না

ভিডিয়োটি পুরোনো, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   07-03-2019
  • Total Shares

abhinandan-dance-1_030719080232.jpgমিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর স্ক্রিনশট

ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন পাকিস্তানি সেনাদের সঙ্গে নাচানাচি করছেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে। অভিনন্দনকে যখন পাকিস্তান ভারতের হাতে তুলে দেবে, ঠিক সেই সময় থেকে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এটি আপলোড করেছে কাজী আসাদউল্লাহ ইউনুস নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন সাড়ে আট হাজার মানুষ, শেয়ার করেছেন প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি।

ভিডিয়োটির দাবি, ''#বীর অভিনন্দন ডান্স করছেন #পাকিস্তানের সৈনিকদের সাথে''

একই ভিডিয়ো আপলোড করেছে জে কে  নিউজ টেলিকাস্ট।

ইন্ডিয়াটুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম রিভার্স সার্চ করে দেখেছে তথ্যটি সম্পূর্ণ ভুল।  এই ভিডিওটিতে অভিনন্দন নেই। আর ভিডিওটিও অনেক পুরোনো।

অভিনন্দন পাকিস্তানের এফ-১৬ তাড়া করে মিগ্ নিয়ে পাকিস্তানিদের হাতে পড়েন ফেব্রুয়ারি ২৭ তারিখ।

ইউটিউবেও রয়েছে এই একই ভিডিয়োটি, যা ২৩ তারিখ আপলোড করা হয়েছিল। তাই কোনওভাবেই এই ভিডিয়োটি অভিনন্দনের নয়।

 

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment