উত্তর কলকাতায় এবার দুই পুজোকমিটির একই থিম, কোনটা কেমন

দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঢল নামছে দর্শনার্থীদের, এখানে রইল উত্তরের কয়েকটি

 |  2-minute read |   14-10-2018
  • Total Shares

দেবীপক্ষ পড়তে না পড়তেই কলকাতা শহর এখন পুজোর মেজাজে। কলকাতা মানেই থিম। একাধিক জায়গায় যখন একই থিমে মণ্ডপ বানানো হয়, তখন কোনটা কেমন তা বিচারের ভার পড়ে দর্শনার্থীদের উপরে। আজ উত্তর কলকাতার কয়েকটি পুজো।

এ বছর মহম্মদ আলি পার্কের থিম পদ্মাবৎ। মরুর বুকে সেই দুর্গের প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছেন রক্ষকরাও।

md1_101418033134.jpg মহম্মদ আলি পার্ক

md2_101418033201.jpg মহম্মদ আলি পার্ক

subir1_101418035406.jpgমহম্মদ আলি পার্ক

 শ্রীভূমি স্পোর্টিংয়েরও এ বারের থিম পদ্মাবৎ। এখানেও ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক সেই দুর্গ।

shreebhumi1_101418033400.jpgশ্রীভূমি স্পোর্টিং ক্লাব

shreebhumi2_101418033423.jpgশ্রীভূমি স্পোর্টিং ক্লাব

shreebhumi3_101418033447.jpgশ্রীভূমি স্পোর্টিং ক্লাব

টালা পার্ক প্রত্যয়ের এ বারের থিম অতল অনন্ত। সেই অন্য ভুবনের রহস্য আর বিচিত্র কর্মযজ্ঞই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মনে করা হচ্ছে সেই হল আমাদের শক্তির উৎস।

tala1_101418033515.jpgটালা পার্ক প্রত্যয়

tala2_101418033536.jpgটালা পার্ক প্রত্যয়

tala3_101418033559.jpgটালা পার্ক প্রত্যয়

tala4_101418033622.jpgটালা পার্ক প্রত্যয়

tala5_101418033642.jpgটালা পার্ক প্রত্যয়

tala6_101418033703.jpgটালা পার্ক প্রত্যয়

হাতিবাগান সর্বজনীনের এবারের থিম অন্তরজাল: মুক্ত আকাশ... মুক্ত বাতাস... মুক্ত মহাকাল / অন্তরের এই উৎসবে আজ ছিন্ন কর জাল। দেখানো হয়েছে কী ভাবে আমরা জীবনের প্রতি মুহূর্তে বদ্ধ হচ্ছি সেই জালরূপী নাগপাশে।

hati1_101418034047.jpgহাতিবাগান সর্বজনীন

hati2_101418034105.jpgহাতিবাগান সর্বজনীন

hati3_101418034128.jpgহাতিবাগান সর্বজনীন

আহিরিটোলায় এবার থিম স্থানীয় রাজবাড়ি। মণ্ডপটিকে দেখে পুরোনো রাজবাড়ি বলে বাইরে থেকে ভুল হতে পারে।

ahiri_101418034154.jpgআহিরিটোলা সর্বজনীন

ahiri2_101418034215.jpgআহিরিটোলা সর্বজনীন

ahiri3_101418034234.jpgআহিরিটোলা সর্বজনীন

আবাসনের পুজোর মধ্যে রইল বিনায়ক এনক্লেভের প্রতিমা ও আলোকসজ্জা।

subir2_101418035617.jpgবিনায়ক এনক্লেভ

subir3_101418035643.jpgবিনায়ক এনক্লেভের

If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

SUBIR HALDER SUBIR HALDER

Sr. Photographer

Comment