চিত্রকলা সংগ্রাহক স্বপন শেঠের মতে ইন্ডিয়া আর্ট ফেয়ারে সেরা পাঁচজন শিল্পী
ইন্ডিয়া টুডে অ্যাওয়ার্ডসের তালিকায় কেন এই পাঁচজন
- Total Shares
১. আয়েশা সুলতানা: খুব সাধা-সিধে, বাহুল্যবর্জিত একটা শিল্পকলা। এ সমন্ধে একটা কথাই বলা যায় যে অনেক কিছুই বলছে এই শিল্পকর্ম।
অনেক কিছুই বলতে চায় এই ছবি
২. বীরেন্দ্র যাদব: বীরেন্দ্র যাদবের ছবি এমনিতে খুব সাদামাঠা হলেও ছবিতে ধরা পড়েছে অনেক সূক্ষ্ম ও বিস্তারিত কাজ। এই ধরণের কাজ খুব একটা চোখে পড়ে না।
এই ধরণের কাজ খুব একটা চোখে পরে না
৩. পারুল গুপ্ত: শিল্পীর ছবিগুলো বেশ অদ্ভুত। শিল্পী তাঁর ছবিতে একটি ভ্রম বা মায়ার সৃষ্টি করছেন। ছবিগুলোর সাম্য দিয়ে হেঁটে গেলে মন হবে ছবিগুলো নিজে নিজে কেমন যেন বদলে যাচ্ছে। ছবিতে যে ছায়ার কাজটা করা হয়েছে তা এক কোথায় অনবদ্য।
ছবিতে যে ছায়ার কাজটা করা হয়েছে তা এক কোথায় অনবদ্য
৪. জারিনা হাশমি: শিল্পীর এই সৃষ্টিটি অনন্ত শান্ত ও অথচ দৃঢ়। শিল্পকলাকে দেখলে আপনি ধ্যানমগ্ন ও ভাবুক হয়ে পড়তে পারেন। এই ধরণের গভীর ভাবের স্মৃতির জন্য জারিনা হাশমি বেশ জনপ্রিয়।
শিল্পকলাকে দেখলে আপনি ধান্যমগ্ন ও ভাবুক হয়ে পড়তে পারেন
৫. মনীষা গেরা বাস্বানী: আমার মতে এটাই শিল্পীর সেরা কাজ। তাঁর ছবিতে অদ্ভুত একটা কঠিন রবিবার থাকলেও ছবিটিতে গাঢ় রং ব্যবহার করে তুলির এলোমেলো টান ছবিটাকে আরও মোহময় করে তুলেছে।
আমার মতে এটাই শিল্পীর সেরা কাজ

