প্রথম দফায় মাত্র ৩-৪টি আসন পাবে বিজেপি, এমন কোনও সমীক্ষা হয়নি
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ভুয়ো চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
- Total Shares
প্রথম দফার নির্বাচন শেষ। আর, সেই প্রথম দফার নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের দাবি ক্রমশ ভাইরাল হয়ে উঠেছে ফেসবুক।
'হুমায়ুন রেজা মন্ডল' নামের এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি একটি চিঠির ছবি পোস্ট করে দাবি করেছেন, বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ নাকি চিঠিটি দলের কেন্দ্রীয় সম্পাদক জগৎ প্রকাশ নাড্ডাকে পাঠিয়েছেন।

এই চিঠিতে বলা হয়েছে, " বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী প্রথম দফার নির্বাচনে বিজেপির প্রার্থীরা মাত্র ০৩-০৪ টি সিটে জয়ী হতে চলেছে। আগামী দফার নির্বাচনে যেন, বিজেপি তাদের রণকৌশল পুনর্বিবেচনা করেন। নির্বাচনী রণকৌশল না বদলালে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরো ভয়ানক ভরাডুবির আশঙ্কা রয়েছে।"
এখানে পোস্টটির আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে প্রথমেই আমরা চিঠিতে ব্যবহৃত দিলীপ ঘোষের স্বাক্ষর মিলিয়ে দেখার চেষ্টা করি। ২০১৯ সালে দিলীপ ঘোষ খড়্গপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর জমা দেওয়া হলফনামায় যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল সেই স্বাক্ষর আর এই ফেসবুক পোস্টের চিঠির স্বাক্ষর অনেকটাই আলাদা।

এর পরে আমরা দিলীপ ঘোষের লেটার হেড-এর সন্ধান করি। দেখা যাচ্ছে, সাংসদ হওয়ার পর মূলত সাংসদদের জন্য নির্দিষ্ঠ লেটার হেড ব্যবহার করে থাকেন দিলীপ ঘোষ। এছাড়া, কখনও কখনও দলীয় লেটার হেডেও চিঠি লিখেছেন রাজ্য সভাপতি।
সম্প্রতি, অমিত শাহকে সেই লেটার হেডে একটি চিঠি লিখেছিলেন দিলীপ ঘোষ। সেই লেটার হেডের কপি আমরা ভালো করে পরীক্ষা করে দেখি। সেখানেও, দিলীপ ঘোষের স্বাক্ষর আর হলফনামার দিলীপ ঘোষের স্বাক্ষর মিলে যাচ্ছে।
EMBED:
#JUST IN| Bengal BJP President Dilip Ghosh writes to Union Home Minister over security lapses during BJP president JP Nadda’s visit to Bengal. Letter mentions that police did not intervene when black flags were shown to Mr. Nadda @ZeeNews pic.twitter.com/1IPhDHsazK
— Pooja Mehta (@pooja_news) December 10, 2020
এর পর, বিষয়টিকে আমরা নিশ্চিত করতে রাজ্যের প্রবীণ বিজেপি নেতা তথা বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি জানান, "এই চিঠিটি সম্পকে আমরা ওয়াকিবহাল কারণ চিঠিটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। এই চিঠিটি ভুয়ো। এমন কোনও সমীক্ষা দলের তরফ থেকে করা হয়নি এবং সরকারিভাবে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়নি।"
প্রথম দফা নির্বাচনের শেষে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে অন্য কথা জানিয়েছেন। তাঁর কথায়, "ভোটের ফল যে ভালো হবে সে সম্পর্কে রাজ্যের একটি মাত্র দলই আশাবাদী। সেই দলটির নাম বিজেপি।"
সুতরাং, বলা যেতেই পারে যে ফেসবুক পোস্টে যে চিঠির ছবি ব্যবহৃত হয়েছে সেটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

