আব্বাস সিদ্দিকী ভোটে লড়ছেন না, তিনি হিন্দুদের মৃত্যু কামনা করেননি
আইএসএফ-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই নানান ধরণের রাজনৈতিক দাবিতে মুখরিত হচ্ছে সোশ্যাল মিডিয়া। 'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের এক ফেসবুক পেজে দাবি করা হয়েছে, "যদি বিজেপি বহুমত না পায় তাহলে পীরজাদা আব্বাস সিদ্দিকী যে করোনাতে ৫০ কোটি হিন্দুর মৃত্যু কামনা করেছিল সে উপমুখ্যমন্ত্রী,মেনে নেবেন??"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করতে নেমে আমরা প্রথমে আব্বাসের সেই বিতর্কিত ভিডিওটি ভালো করে শুনি। দেখা যাচ্ছে, ভিডিওটিতে আব্বাস সিদ্দিকী কোথাও হিন্দুদের কথা বলেনি। ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে দিল্লির গন্ডগোলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এই কথাটি বলেছিলেন। সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন, "আল্লাহ যেন এই ভারতবর্ষে এমন একটা কঠিন ভাইরাস দিক, এই ভারতবর্ষে যেন ১০,২০,৫০ কোটি লোক মরে যায়।
এর একটু পরেই তিনি আবারও মন্তব্য করেন, "..তাতে আব্বাস সিদিক্কি মরে মরুক। তাতে কী আছে?"
He is Abbas Siddiqui, who recently launched a secular party in West Bengal. pic.twitter.com/fHY5k4QfUq
— Facts (@BefittingFacts) January 22, 2021
আব্বাস সিদ্দিকীর সেই বক্তব্যকে আমরা সমর্থন করছি না। কিন্তু তাঁকে কেন্দ্র করে যে দাবি উঠেছে যে তিনি বলছেন, ৫০ কোটি হিন্দু যেন মারা যায়", তা কিন্তু সত্যি নয়।
কিছুদিন আগে ইন্ডিয়া টুডে এ বিষয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
প্রসঙ্গত, এই পোস্টে আরও একটি দাবি করা হয়েছে যে তিনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। সেই দাবিও বিভ্রান্তিকর। কারণ, বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস নিজে জানিয়েছেন যে তিনি নির্বাচনের প্রার্থী হবেন না।
তাঁর দল আইএসএফ এখনও পর্যন্ত যে ২০জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে তাঁর নাম নেই।

বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলি। তিনি জানান, "আমি ভোটে লড়াই করার জন্য বা মন্ত্রিত্বের জন্যে রাজনীতিতে আসেনি। এক ভীষণ বিপদের হাত থেকে বাংলাকে রক্ষা করাই আমার একমাত্র লক্ষ।"
সুতরাং, বলা যেতেই পারে ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

