না, আব্বাস সিদ্দিক্কী পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করার কথা বলেননি
ফেসবুকে দাবি, ৪৬এর পুনরাবৃত্তি ঘটিয়ে গ্রেটার বাংলাদেশ গড়ার ডাক দিলেন আব্বাস সিদ্দিক্কী
- Total Shares
ক্রমশই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিক্কী। বামেদের সঙ্গে জোট করার পর তাঁকে নিয়ে আলোচোনার খামতি নেই।
হিলি মন্ডল নামের এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি ফেসবুকে আব্বাস সিদ্দিকীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে সিদ্দিক্কী জোট সমর্থকদের সংঘবদ্ধ হয়ে মাতৃভূমিকে স্বাধীন করার কথা বলছেন। দাবি করা হয়েছে, "৪৬ সালে যেমন মুসলিম লীগের নেতারা শহরে দাঙ্গা লাগিয়ে পূর্ব পাকিস্তানের জন্ম দিয়েছিলেন, সে রকম ভাবেই পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করতে চাইছেন সিদ্দিক্কী।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
আমরা প্রথমে আব্বাস সিদ্দিক্কীর ব্রিগেড সমাবেশের ভাষণের পূর্ণাঙ্গ ভিডিওটি খুঁজে বের করি। দেখা যাচ্ছে, ফেসবুকের ভিডিওটি ব্রিগেড সমাবেশের ভাষণের ভিডিওটির অংশবিশেষ।
কিন্তু পুর্নাংঙ্গ ভিডিওটি শুনলে বোঝা যাচ্ছে আব্বাস আসলে মাতৃভূমিকে বিজেপি ও তৃণমূলের হাত থেকে স্বাধীন করার কথা বলছে। কারণ বাংলাকে স্বাধীন করার কথা বলার সঙ্গে সঙ্গে তিনি যোগ করছেন, "আগামী দিনে আমরা এই বিজেপি সরকার আর বিজেপির বি-টিম মমতাকে আমরা এই বাংলা থেকে উৎখাত করে ছাড়বো। "
ভিডিওটির ৩:৩০ মিনিটে তিনি বলছেন, “ভারতের উপর যখনই কোনও কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীরপুরুষ দিয়ে ব্রিটিশদের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজ আমাদের শপথ নিতে হবে, বিজেপির কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নির্মূল করে দিতে হবে।"
অর্থাৎ, তিনি বিজিপি ও তৃণমূলের হাত থেকে মাতৃভূমিকে স্বাধীন করার কথা বলেছেন।
সুতারং, বলা যেতেই পারে ফেসবুকের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

