না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনাটি নন্দীগ্রামে হয়নি
মমতার চোট আর অভিষেকের চড় খাওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট
- Total Shares
নির্বাচনের দামামা বেজেছে। আর, তাই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রাজনৈতিক পোস্ট ভাইরাল হয়ে চলেছে।
সম্প্রতি 'আমরা দিদির অনুগামী' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও ভাইরাল হয়েছেন। ভিডিওতে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার কথা বলতে গিয়ে এক ভদ্রলোক দাবি করছেন, "এটা একই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরেছিল এক ব্যক্তি। আজকের দিনে দাঁড়িয়ে সেই ব্যক্তিকে নিয়ে কনিষ্কর পান্ডারা কাঁধে হাতে দিয়ে বসে বলেন, 'ভাইপো'।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালের ৪ জানুয়ারী একটি জনসভায় মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন এক ব্যক্তি। খবরের প্রকাশ ঘটনাটি ঘটেছিল পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে।
এখন প্রশ্ন হচ্ছে চন্ডিপুর আর নন্দীগ্রাম কি সংলগ্ন এলাকায় অবস্থিত?
দুটি জায়গা একই জেলায় হলেও ভৌগোলিক দিক দিয়ে দুটি জায়গা ২৫ কিলোমিটার ব্যবধানে অবস্থিত। নন্দীগ্রাম যেখানে হলদিয়া সব-ডিভিশনে অবস্থিত, চন্ডিপুরের অবস্থান তমলুক সাব-ডিভিশনে। রাজনৈতিক দিক দিয়ে ফারাক আছে দুটি জায়গার - চন্ডিপুর ও নন্দীগ্রাম দুটি আলাদা বিধানসভা কেন্দ্র। তাছাড়া, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যেখানে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত, চন্ডিপুর বিধানসভা কেন্দ্র কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পরে।

ফেসবুকের ভিডিওতে যে ব্যক্তিকে কথা বলতে শোনা যাচ্ছে তিনি ঘটনার কথাই উল্লেখ করছেন। কারণ তিনি বলছেন, যে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরেছিলেন এখন তাঁর কাঁধে হাত রাখছেন কনিষ্ক পান্ডা।
এই কনিষ্ক পান্ডা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন তৃণমূল সচিব। ডিসেম্বর ২০২০-তে কনিষ্ক পান্ডাকে বহিস্কার করেছিল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, ঘটনার পরের দিন অভিষেককে যিনি চড় মেরেছিলেন তাঁকে সনাক্ত করা সম্ভব হয়েছিল। এই ব্যক্তির নাম দেবাশিষ আচার্য। খবরের প্রকাশ, সেই সময়ে এই লোকটির বয়স ছিল ২৫ বছর। দুর্গাপুরের একটি কলেজে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তেন। এছাড়া, আরএসএস-এর সঙ্গেও তাঁর যোগ ছিল।
প্রসঙ্গত, ফেব্রুয়ারী মাসের শুরুতে কনিষ্ক পান্ডা তাঁর ফেসবুক পেজে এই দেবাশিষ আচার্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যা নিয়ে, রাজনৈতিক মহলে বেশ জলঘোলাও হয়েছিল।
এই ভিডিওটিতে আরও অনেক কিছু দাবি করা হয়েছে, যার ফ্যাক্ট চেক আমরা করিনি।
তবে এই পোস্টে অভিষেক ব্যানার্জিকে চড় মারা সংক্রান্ত যে দাবি করা হয়েছে সেই দাবিটি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

