ফ্যাক্ট চেক: ২০১৫ সালে তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়কে চড় মারার ভিডিও ভাইরাল
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ছয় বছরের পুরোনো ভিডিও
- Total Shares
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর সমাজ মাধ্যমেও এখন তুঙ্গে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ভিডিও ক্লিপ পাশাপাশি চালিয়ে দুটি ঘটনাই সাম্প্রতিককালের বলে দাবী করা হয়।
এরই মধ্যে একটি ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়," আরে তোর বাপ কে গিয়ে বল বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে আছি।যা করার কর আয়।আয় আয় হিম্মত আছে।''
এরপর অন্য ভিডিওটিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখাকালীন এক ব্যক্তি অকস্মাৎ মঞ্চে উঠে তাকে চড় মারছে।
তৃণমূলের এই নেতার থাপ্পড় খাবার ঘটনাটি প্রথম ভিডিওতে তার হুমকি দেবার প্রতিক্রিয়া বলে দাবী করা হয়েছে।
অনেক টুইটার ও ফেসবুক ব্যবহারকারীই ভাইরাল এই ভিডিওটিকে শেয়ার করেছেন।

এখানে সেই পোস্টগুলিকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২০১৫ সালে চড় মারার ভিডিওটির সাথে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অনুষ্ঠিত এক জনসভায় তার হুমকি দেবার ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
কীওয়ার্ড সার্চ করে আমরা ২০১৫ সালের পূর্ব মেদিনীপুরের একটি রাজনৈতিক সভায় অভিষেক বন্দোপাধ্যায়ের ওপর এক ব্যক্তির হামলার খবরটি খুঁজে পাই।
"এনডিটিভি"র এই প্রতিবেদন অনুযায়ী, তমলুকের বাসিন্দা দেবাশীষ আচার্য্য নামের এক ব্যক্তি আচমকা মঞ্চে উঠে তৃণমূলের এই নেতাকে চড় ও ঘুষি মারে।পরে তৃণমূল কর্মীদের দ্বারা প্রহৃত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
তবে কেন তিনি অভিষেক বন্দোপাধ্যায়ের ওপর হামলা করেছিলেন এব্যাপারে স্পষ্ট কোনো কারণ জানা যায় নি।
২০১৫ সালে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে এই ঘটনাটির ভিডিও আপলোড করা হয়।
এবছরের ফেব্রুয়ারীর ৬ তারিখে কাঁথির এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ''আরে তোর বাপ কে গিয়ে বল বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে আছি। যা করার কর আয়। আয় আয় হিম্মত আছে।''
তার এই মন্তব্য রাজনৈতিক মহলে সাড়া ফেলে দেয়।
এখানে এই বিষয় নিয়ে খবরের প্রতিবেদন ও সংবাদমাধ্যমের ভিডিও দেখতে পাওয়া যাবে।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ভিডিও দুটির ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই।২০১৫ সালের ঘটনাকে সাম্প্রতিক ঘটনার সাথে জুড়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

