সাম্প্রদায়িক টুইট নয়, আমানাতুল্লাহ খান শুধুমাত্র ভোট গণনার আপডেট দিয়েছিলেন
আপ বিধায়কের ভুয়ো টুইট পোস্ট করে বিভ্রান্তিকর দাবি ফেসবুকে
- Total Shares
ফেসবুকে ও অন্যান্য সোশ্যাল মাধ্যমে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের একটি টুইট বেশ ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, সেই টুইটে আপের এই বিধায়ক একটি নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে বলছেন, "আজ শাহীন বাঘের জয়ে হয়েছে। আজ ইসলামের জয় হয়েছে। ইনশাল্লাহ, খুব শীঘ্রই গোটা ভারতবর্ষে ইসলামের জয় হবে।"
লালজিভাই ভেগোদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী এই টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন।

এখানে সেই পোস্টের আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবির অধিকাংশটাই মিথ্যে।
আমরা ইন্টারনেট সার্চ করে প্রথমে আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের মূল টুইটটি খুঁজে বের করি। ২০২০ সালের ১১ই ফেব্রুয়ারী তিনি এই পোস্টটি করেছিলেন। দেখা যাচ্ছে যে তিনি মাত্র দু'লাইনের একটি পোস্ট করেন। পোস্টে লেখা আছে "১৩ রাউন্ডের শেষে আমি ৭২,০০০ হাজার ভোটে এগিয়ে রয়েছি।"
13 राउंड पूरे होने के बाद 72000 वोट से आगे चल रहा हूँ।
— Amanatullah Khan AAP (@KhanAmanatullah) February 11, 2020
এরপর আমরা খুঁজে দেখার চেষ্টা করি কোন নির্বাচনের আপডেট দেওয়া হচ্ছিল। দেখা যাচ্ছে, ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে দিল্লি বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ওখলা কেন্দ্র থেকে আপের টিকিটে আমানাতুল্লাহ খান প্রত্বিদ্বন্ধিতা করেছিলেন। সেই নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন আই আপ নেতা।

সুতারং, বলা যেতে পারে এই পোস্টের দাবির অধিকাংশটাই মিথ্যে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

