মোদী, শাহের ফটোশপ ছবি ভাইরাল
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোনো ছবি কে বিকৃত করে পোস্ট করা হলো
- Total Shares
কিছু ফেসবুক ব্যবহারকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ছবি পোস্ট করে লিখেছেন, " তুমি(তোমরা)মহারাজ, সাধু হলে আজ,আমি(দিদি করলে দোষ)আজ চোর বটে।"ছবিতে তাদের দুজনের মাথায় "নামাজ টুপি" দেখা যাচ্ছে।

পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, যে ভাইরাল ছবিটি এডিট করা। আসল ছবিতে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ কারোর মাথাতেই কোনো টুপি নেই।
ভাইরাল ছবিতে রিভার্স সার্চের সাহায্যে আমরা আসল ছবিটি খুঁজে পাই। আসল ছবিটি ২০১৯ সালে তোলা এবং অনেক খবরের ওয়েবসাইটে ছবিটি প্রকাশিত হয়েছে।
২৮ সে অগাস্ট ২০১৯ সালে "নিউস ১৮"-এ এই ছবিটি সহ আরও অনেক ছবি বেরোয়। ভাইরাল ছবিটি সেখানে আরও বড়ো আকারে দেখা যায়। ছবিটির ক্যাপশন অনুযায়ী জানা যায় ছবিটি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পি টি আই) তোলা।

ক্যাপশন থেকে জানা যায়, প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলির প্রয়াণের পর তার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করতে তাদের নতুন দিল্লির বাড়িতে গেছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। জেটলির বাড়ি থেকে বেরোনোর সময় ছবিটি তোলা। পি টি আই-এর ফটো আর্কাইভে এই ছবিটি সহ আরও কিছু ছবি দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ সে অগাস্ট টুইট করেন এ বিষয়ে।
Went to the residence of late Arun Jaitley Ji. Spent time with his family members. Destiny took Arun Ji away from us too soon but the good work he has done for India will remain immortal. pic.twitter.com/fBOOLgdqaK
— Narendra Modi (@narendramodi) August 27, 2019
সুতারং, বলা যেতেই পারে এই পোস্টের দাবি সম্পূর্ণ ভুল।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

