ফ্যাক্ট চেক: চীনের দাবী করে ভাইরাল লাদাখে ভারতীয় সেনার পুরোনো ছবি
অনেকেই এই ছবিকে সম্প্রতি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে
- Total Shares
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের মধ্যে চলা উত্তেজনার খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে চীনের সমরাস্ত্র মোতায়েনের এক খবরের সাথে জুড়ে সমাজ মাধ্যমে ভাইরাল হয় এক ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে থাকা কয়েকজন সেনার এক ছবি।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, চীনের দাবী করে ভাইরাল এই পুরোনো ছবিতে আসলে লাদাখে উপস্থিত ভারতীয় সেনাকে দেখতে পাওয়া যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০২০ সালের অক্টোবর মাসে প্রকাশিত "জি নিউজ" ও "দ্য প্রিন্টে"র দুটি প্রতিবেদনে খুঁজে পাই।

ওই প্রতিবেদনগুলি থেকে আমরা জানতে পারি, সংবাদসংস্থা এনআইএর তোলা এই ছবিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পূর্ব লাদাখের চুমার-ডেমচোক এলাকায় ভারতীয় সেনাকে টি-৯০ ভীষ্ম ট্যাংক চালনা করতে দেখা যায়।
এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা কীওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদসংস্থা এনআইএর ২০২০ সালের সেপ্টেম্বরের ২৭ তারিখ করা এক টুইটকে খুঁজে পাই।
Soldiers of Indian Army operating T-90 Bhishma tank near Line of Actual Control in Chumar-Demchok area of Eastern Ladakh. Army uses 3 types of different fuels to ensure that it does not freeze during the harsh winters.Note: All visuals cleared by competent authority on ground https://t.co/JqpyTv8kDK pic.twitter.com/ca9wTmD1Ol
— ANI (@ANI) September 27, 2020
ওই টুইটে ভাইরাল ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তিন ব্যক্তির ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে থাকার আরেকটি ছবি দেখা যায়।
এর থেকে বলা যেতে পারে, লাদাখে পুরোনো ভারতীয় সেনার এই ছবির সাথে সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীনের প্রচুর পরিমাণে সেনা ও ট্যাংক মোতায়েন করার দাবীটির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

