না, ভাইরাল গ্রাফিক্সটি কোনও বুথ ফেরত সমীক্ষার গ্রাফিক্স নয়
ইনফো-গ্রফিক্স পোস্ট করে দাবি, প্রথম দফার শেষে কুড়ির বেশি আসন পাবে বিজেপি
- Total Shares
পশ্চিমবঙ্গের আট দফার বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর, তাই এখন নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে ঘিরে বিভিন্ন ধরণের দাবি ভাইরাল হচ্ছে ফেসবুক জুড়ে।
“পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা” নামের এক ফেসবুক প্রোফাইলে এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, "প্রথম দফায় বিজেপি ২০টিরও আসন পেতে চলেছে।" ছবিটি আসলে আনন্দবাজার পত্রিকার একটি গ্রাফিক্স। যেখানে পশ্চিমবঙ্গের নির্বাচন বিষয়ক কিছু তথ্য দেওয়া রয়েছে।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণে পোস্টে ব্যবহৃত গ্রাফিক্সে যা বার্তা দেওয়া হয়েছে তার সঙ্গে পোস্টের দাবি মিলছে না।
আমরা প্রথমেই পোস্টের ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে সেই গ্রাফিক্সটি খুব সহজেই খুঁজে পেয়ে যাই। আনন্দবাজার পত্রিকা নিজস্ব ফেসবুক পেজে ২৬শে মার্চ এই গ্রাফিক্সটি পোস্ট করেছিল।

পশ্চিমবঙ্গে নির্ধারিত সূচি মেনেই ২৭শে মার্চ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর, এই আনন্দবাজার এই গ্রাফিক্স ২৬শে মার্চ করেছিল। সুতরাং, কোনও ভাবেই, এই পোস্ট কোনও বুথ ফেরত সমীক্ষা হতে পারে না।
তাহলে এটি আদতে কিসের সমীক্ষা ছিল?
গ্রাফিক্সটির দিকে একটু ভালো করে নজর দিতেই বিষয়টি পরিষ্কার হলো। এটি কোনও সমীক্ষার গ্রাফিক্স নয়। এটি একটি ইনফো-গ্রাফিক্স। প্রথম দফায় মোট ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
এই গ্রাফিক্সের একদিকে দেখানো হয়েছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৩০টি কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল। গ্রাফিক্সের অন্য পাশে দেখানো হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা আসনগুলোতে কোন কোন দল এগিয়ে ছিল।
নিছকই একটি তুল্যমূল্য বিচারের জন্য এই গ্রাফিক্সটি প্রথম দফার নির্বাচনের আগের দিন পোস্ট করা হয়েছিল। এর সঙ্গে প্রথম দফার নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষার কোনও সম্পত নেই। অথচ, প্রথম দফা নির্বাচনের একদিন বাদে এটি ফেসবুকে পোস্ট করে বুথ ফেরত সমীক্ষা রূপে ভাইরাল করা হল।
সুতরাং, বলা যেতেই পারে এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, পোস্টে যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে তার বার্তা আর পোস্টের সঙ্গে যে দাবি করা হয়েছে তা এক নয়।
পুনশ্চ: আনন্দবাজারে প্রকাশিত গ্রাফিক্সের তথ্যের কোনও ফ্যাক্টচেক আমরা এখানে করিনি। আমরা শুধুমাত্র পোস্টের সঙ্গে যে দাবি করা হয়েছে তার ফ্যাক্টচেক করেছি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

