ভাইরাল এই ছবিদুটি কি অযোধ্যা পাহাড়ের আগুন লাগার?
জঙ্গলে আগুন লাগার পুরোনো ছবি সহ বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আগুন লাগার খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। প্রতি বছরের মতো এ বছরও অযোধ্যা পাহাড়ের জঙ্গলে বেশ কিছু জায়গায় আগুন লাগে।
এরই মধ্যে একটি ফেসবুক পোস্ট জঙ্গলে আগুন লাগার দুটি ছবি পোস্ট করে দাবি করে সেগুলি অযোধ্যার ভয়াবহ অগ্নিকাণ্ডের। ছবিদুটি পোস্ট করে দীর্ঘ ক্যাপশনে লেখা হয়েছে " জ্বলছে অযোধ্যা পাহাড়। জ্বলছে এক বিস্তীর্ণ বনাঞ্চল। পুড়ে খাক হয়ে যাচ্ছে একরের পর একক জমি, পুড়ছে গাছপালা সহ অরণ্যবাসী জীবজন্তু। সরকার উদাসীন। সংবাদমাধ্যম নীরব৷ নেট নাগরিকরা ব্যস্ত ভোটের তরজায়। "

ভাইরাল পোস্টটি আর্কাইভ হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টে ব্যবহার করা ছবিগুলির সঙ্গে অযোধ্যা পাহাড়ে আগুন লাগার কোনো সম্পর্ক নেই।
রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল ছবি দুটির আসল তথ্য খুঁজে পাই।
প্রথম ছবিটি ক্যালম্যাটার্স বলে একটি ওয়েবসাইট ক্যালিফোর্নিয়ার দাবানল প্রসঙ্গে প্রতিবেদনে খুঁজে পাই। সেখানে উল্লেখ করা হয় ছবিটি তোলা নাভীন কাদালাভেনি বলে এক ব্যক্তির এবং ছবিটি নেওয়া হয়েছে উইকিপেডিয়া কমন্স থেকে।
আমরা এরপর উইকিপেডিয়া কমন্সএর ওয়েবসাইটে নাভীন কাদালাভেনির তোলা এই ছবিটির বিষয়ে জানতে পারি। উইকিপেডিয়া কমন্সএর তথ্য অনুযায়ী ছবিটি ২০১৯ সালে বান্দিপুর ন্যাশনাল পার্কের দাবানলের ছবি। আমরা নিরপেক্ষ ভাবে ছবিটির সত্যতা সম্পর্কে বলতে পারছি না।
দ্বিতীয় ছবিটি সাটারস্টক ওয়েবসাইটে রয়েছে , যেখানে লেখা হয়েছে , এটি ২০১৭ সালে স্পেনের গালিচিয়া অঞ্চলের একটি দাবানলের ছবি।
যেহেতু এই ছবিগুলি বেশ কয়েকবছরের পুরোনো, তাই নিশ্চিত বলা যেতে পারে ভাইরাল এই ছবিদুটির সঙ্গে অযোধ্যা পাহাড়ে আগুন লাগার ঘটনার কোনো সম্পর্ক নেই। কিছু নিউজপোর্টালের খবর অনুযায়ী পুরুলিয়ায় বৃষ্টি হওয়ায় , অযোধ্যা পাহাড়ের আগুন কিছুটা নিয়ন্ত্রণে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

