ফ্যাক্ট চেক- বাংলাদেশের পুরোনো ভিডিওর সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো সম্পর্ক নেই
চট্টগ্রামের এক মসজিদের বাইরে তোলা এই ভাইরাল ভিডিও
- Total Shares
রাজ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে সমাজ মাধ্যমে নানান আলোচনা। এরই মধ্যে ১২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল।
ভিডিও ক্লিপে মানুষের জমায়েত দেখা যাচ্ছে , এবং একজনকে বলতে শোনা যাচ্ছে " আগুন জ্বালাও প্রত্যেকটি হিন্দু মন্দিরে। দেখুক মুদি সরকার ''।
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে জুড়ে ক্যাপশনে লিখেছেন " “আগুন জ্বালাও প্রত্যেকটি হিন্দু মন্দিরে, দেখুক মোদী সরকার।” আমাদের দেশের কমিকুত্তারা দেখ একবার ...বন্ধুরা কমিকুত্তাদের ভোট দেয়ার আগে ভাববেন একবার , কাকে ভোট দিচ্ছেন আপনারা ?" আবার কোনো ফেসবুক ব্যবহারকারী লিখেছেন " আগুন জ্বালাও প্রত্যেকটি হিন্দু মন্দিরে।। #আপনার_একটি_ভোট_বহু_মূল্যবান ভাবুন "। কেউ ক্যাপশনে লিখেছেন, "আগুন জ্বালাও প্রত্যেকটি হিন্দু মন্দিরে, দেখুক মোদী সরকার"। ২১ এর লড়াই মাটির লড়াই। "
ভাইরাল পোস্টগুলি আর্কাইভ হয়েছে এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি আদতেই ভারতের নয়, বাংলাদেশের। গত বছর বাংলাদেশে নরেন্দ্র মোদির সফরের আগে চট্টগ্রামের , আন্দরকিল্লা জামে মসজিদের বাইরে এই বিক্ষোভ সমাবেশ হয়।
ইনভিদ এবং রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ভাইরাল ভিডিওটি আমরা একটি ইউটুব চ্যানেলে খুঁজে পাই। ৮ই মার্চ ২০২০ সালে আপলোড করা এই ভিডিওর টাইটেলএ লেখা "চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদ হতে ঘোষণা বাংলাদেশের সব মন্দিরে আগুন জ্বালিয়ে দাও,মোদী সরকার দেখুক "। এবং নিচে লেখা " চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদ হতে ঘোষণা বাংলাদেশের সব মন্দিরে আগুন জ্বালিয়ে দাও, মোদি সরকার দেখুক। অসাম্প্রদায়িক বাংলাদেশে এটা কখনো কাম্য নয়।"
আমরা এই ভিডিওটিতে দেখানো স্থানীয় অবস্থান নিশ্চিত করতে গুগল ম্যাপের সাহায্য নি। ভিডিওটিতে দেখতে পাওয়া " বিসমিল্লা " এবং " পাঞ্জাবি টেইলার্স" সাইবোর্ড দুটি হুবহু খুঁজে পাই গুগল স্ট্রিটভিউ তে।
ইউটুবের ভিডিওর ছবি


এছাড়াও এ বিষয় কী ওয়ার্ড সার্চের সাহায্যে আমরা চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের বাইরে এই প্রতিবাদ সভার ব্যাপারে জানতে পারি বাংলাদেশের কিছু সংবাদপত্রের ওয়েবসাইটে। জানা যায় , নরেন্দ্র মোদির গতবছর বাংলাদেশ সফরের আগে এই প্রতিবাদ সভা হয়েছিল চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদে। সে বছর অতিমারীর জন্য মোদির সফর পরে বাতিল হয়ে যায়।
সুতরাং, বাংলাদেশের গতবছরের এই ভাইরাল ভিডিওর সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো যোগাযোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

