ভারতমালা হাইওয়ের ছবি বলে ইংল্যান্ডের মোটরওয়ের ছবি পোস্ট করা হল
জাতীয় সড়ক নিয়ে আলোচনা করতে বিভ্রান্তিকর দাবি সোশ্যাল মিডিয়াতে
- Total Shares
নির্বাচনী প্রচারে এখন সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিভিন্ন রাজনৈতিক দল ও দলের সমর্থকরা তাই এখন সোশ্যাল মিডিয়াতেই দলের হয়ে প্রচারটা সেরে ফেলেন।
'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের এক ফেসবুক পেজে এনডিএ আমলে দেশের জাতীয় সড়কগুলোকে কীভাবে উন্নত করা হচ্ছে বা হবে তা নিয়ে একটি পোস্ট করা হয়েছে।

সেই পোস্টে একটি ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে, "উক্ত ছবিটি ভারতমালা হাইওয়ের ছবি।" ছবিতে,দু'প্রান্তে সবুজে ঘেরা এক মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই সড়কটিকে দেখতে পাওয়া যাচ্ছে।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, ছবিটি ভারতের নয়, ইংল্যান্ডের।
তদন্তে নেমে আমরা ছবিটিকে রিভার্স সার্চ করে দেখি বেশ কিছু ওয়েবসাইটে ইংল্যান্ডের জাতীয় সড়কগুলোর কথা বলতে গিয়ে এই ছবিটি ব্যবহার করা হয়েছে।
'বিবিসি'-র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে ছবিটি ব্রিটেনের সর্বপ্রথম মোটরওয়ে এম-১-এর একটি অংশের ছবি। ছবিটি ইয়র্কশায়ারের সংলগ্ন একটি জায়গায় তোলা হয়েছিল।

'মেট্রো' নামের একটি সংবাদমাধ্যমেও এই ছবিটি ব্যবহার করে বলা হয়েছে ছবিটি ব্রিটেনের এম-১ হাইওয়ের।

এছাড়া, ইংল্যান্ড থেকে প্রকাশিত হাইওয়ে ম্যাগাজিনে-ও এই ছবিটি প্রকাশ করা হয়েছে।
এখানে, উল্লেখ্য ভারতমালা নামের কোনও জাতীয় সড়ক নেই। ভারতমালা পরিযোজনা ভারত সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের প্রথম দফায় গোটা দেশজুড়ে ৩৪,৮০০ কিলোমিটার জুড়ে সড়কপথ নির্মাণ বা বর্তমান সড়কপথের আধুনিকীকরণের কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ঘোষণা করা হলেও নানান কারণে তা বছর চারেকের জন্য পিছিয়ে গিয়েছে।
সুতরাং, ফেসবুক পোস্টের এই দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। কারণ, এই পোস্টে ব্যবহৃত ছবিটিকে নিয়ে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

