বিজেপির ব্রিগেড সমাবেশের বিভ্রান্তিকর ছবি সোশ্যাল মিডিয়াতে
বিজেপির ব্রিগেড সমাবেশের ছবি বলে ২০১৪'র বামেদের সমাবেশের ছবি ভাইরাল
- Total Shares
রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে তারকার হাট বসেছিল। চিত্রতারকা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - মঞ্চ আলোকিত করেছিল সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। স্বভাবতই, বিজেপির সেই ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।
'তিথি মিশ্র' নামের এক ফেসবুক ব্যবহারকারী, ৭ই মার্চ, এই ব্রিগেড সংক্রান্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, "বার্তাটা বেশ পরিষ্কার। চতুর্দিকে শুধুই গেরুয়া।" জুম করা সেই ছবিতে কোনও এক সমাবেশের জনসমুদ্র লক্ষ করা যাচ্ছে। ইঙ্গিতটা বেশ পরিষ্কার, বিজেপির ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নেমেছিল।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
জুম করা এই ছবিটিতে মানুষের হাতে ধরা পতাকা ও মঞ্চের রং লাল বলে মনে হচ্ছে। যা দেখে আমাদের প্রাথমিক খটকা লাগে।
তাই আমরা ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে মূল ছবিটির অনুসন্ধান শুরু করি। রিভার্স সার্চ করে এই ছবিটি আমরা বেশ কয়েকটি টুইটার প্রোফাইলে একই দাবি সমেত দেখতে পাই।
This historic Brigade Parade Ground gonna create the history again today .Shri @narendramodi Ji .Saffronized Bengal .#ModirSatheBrigade pic.twitter.com/WxyGqYHpJA
— INDERJEET SHAN (@INDERJEETSHAN1) March 7, 2021
এবং,অবশেষে আমরা মূল ছবিটির সন্ধান পাই। এই ছবিটি ২০১৪ সালের। সে বছর ১০ই ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ ডেকেছিল বামফ্রন্ট। এই ছবিটি সেই সমাবেশের। তাই ছবিতে লাল রঙের মঞ্চ ও লাল রঙের পতাকা দেখতে পাওয়া যাচ্ছে।

এছাড়া, কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেও এই ছবিটি একই ক্যাপশনের সঙ্গে রয়েছে।

এর পর আমরা রবিবার অনুষ্ঠিত হওয়া বিজেপি জনসভার ছবি খুঁজে বের করি। দেখা যাচ্ছে, ৭ই মার্চ বিজেপির জনসভার মঞ্চের সাদৃশ্য আর ফেসবুকে পোস্ট করা ছবিতে যে মঞ্চ দেখা যাচ্ছে তার সাদৃশ্য অনেকটাই আলাদা।

নিঃসন্দেহে, রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সমাবেশে বিপুল জনসমাগম হয়েছিল। কিন্তু, ফেসবুকে যে ছবিটি পোস্ট করা হয়েছে তার সঙ্গে সেই সমাবেশের কোনও সম্পর্ক নেই।
সুতারং, বলা যেতে পারে এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

