না, ছবিটি বিজেপির ব্রিগেড সমাবেশের ছবি নয়
বজরং দলের পুরোনো ছবি পোস্ট করে বিভ্রান্তিকর দাবি ফেসবুকে
- Total Shares
৭ই মার্চ ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর মতো তারকারাও উপস্থিত ছিলেন। তাই সেই ব্রিগেড সমাবেশ নিয়ে উৎসাহের অন্ত নেই নেটিজেনদের মধ্যে। বিজেপির ব্রিগেডকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সমর্থকরা বিভিন্ন ধরণের দাবি সোশ্যাল মিডিয়া জুড়ে করে চলেছেন।
সেই ব্রিগেডের ঠিক পরের দিন, অর্থাৎ ৮ই মার্চ, সন্দীপ ঘোষ নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "সোনার বাংলার কারিগররা এগিয়ে চলেছেন ব্রিগেডের দিকে।" ছবিটি গেরুয়া পতাকার মাঝে তরোয়াল হাতে বেশ কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা দেখি ছবিটি ২০শে অক্টোবর ২০১৯ সালে জনসত্ত্বা নামের একটি হিন্দি দৈনিকে প্রকাশিত হয়েছিল। সেখানে অবশ্য দাবি করা হয়েছে যে ছবিটি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

এর পর আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইট খুঁজে দেখতে পাই যে ছবিটি তাদের ওয়েবসাইটে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালের ৩০ জুলাই সবার আগে এই ছবিটি ব্যবহৃত হয়েছিল।

আবার ২০১৯ সালের ১২ই জুলাই ডেইলি ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশিত হয়েছিল।

যদিও আমরা ছবিটির আসল সূত্র নিশ্চিত করতে পারেনি, ছবিটির সঙ্গে যে ২০২১ সালের ৭ই মার্চে অনুষ্ঠিত হওয়া বিজেপি সমাবেশের কোনও সম্পর্ক নেই তা সহজেই বলা যায়।
সুতারং, এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

