বিজেপি প্রার্থী তালিকায় তৃণমূল নেতার সংখ্যা কুড়ির অধিক, রয়েছে বাম-কংগ্রেস বিধায়কের নামও
দাবি, মাত্র ২০ জন প্রাক্তন তৃণমূল সদস্যকে প্রার্থী করা হয়েছে বাকি সব বিজেপি কর্মী
- Total Shares
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর, এই অবস্থায়, বিভিন্ন ধরণের তরফ থেকেই নিজেদের প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন ধরণের দাবি করা হচ্ছে।
'বি.জে.পি ওয়েস্ট বেঙ্গল' নামের এক ফেসবুক পেজে এমনই একটা পোস্ট করে দাবি করা হয়েছে, "২৯৪জন বিজেপি প্রার্থীর মধ্যে ২০টা, মানে ৭% প্রাক্তন তৃণমূল, বাদবাকি 270টা ক্যান্ডিডেট বিজেপির নিজের। তাই এতো হল্লা করার কিছু নেই।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমেই বিজেপির প্রার্থী তালিকার উপর চোখ রাখি। ২৯৪টি আসনের মধ্যে প্রায় সবক'টি আসনেই প্রাথী ঘোষণা করে ফেলেছে বিজেপি।
কিন্তু সেই প্রার্থী তালিকা অন্য কথা বলছে। দেখা যাচ্ছে, মুকুল রয়, সব্যসাচী দত্ত, বৈশালী ডালমিয়ার মতো নামকরা বিধায়ক বা সাংসদদের নিয়ে বিজেপির প্রার্থী তালিকায় মোট ২১জন প্রাক্তন তৃণমূল বা সাংসদ রয়েছেন।
এছাড়া, সাংসদ বা বিধায়ক নন, অথচ পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিচিত মুখ - এমন অনেকেই বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। যেমন, হাওড়া শিবপুরের প্রার্থী রথীন চক্রবর্তী, হাওড়া কর্পোরেশনের প্রাক্তন তৃণমূল মেয়র। এছাড়া, তালিকায় নাম রয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের এবং হিরণ চ্যাটার্জির। এই হিরণ চ্যাটার্জি কিন্তু একটা সময়ে সরকারিভাবে যুব তৃণমূলের সহ সভাপতি ছিলেন।
'সানডে গার্ডিয়ান' পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় ৩২জন প্রাক্তন তৃণমূল নেতাকে এবার বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের দাবি, প্রায় ৩২জন প্রাক্তন পরিচিত তৃণমূল নেতাকে বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু অপরিচিত নেতা নেত্রীদের হিসেবে করলে সংখ্যাটা প্রায় ১০০র কাছাকাছি। "
এই ফেসবুক পোস্টের দ্বিতীয় দাবি হচ্ছে, প্রাক্তন তৃণমূল ছাড়া বাকিরা সকলেই বিজেপির কর্মী। কিন্তু দেখা যাচ্ছে, প্রার্থী তালিকায় পুরুলিয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জির নাম রয়েছে। তিনি এবার একই আসন থেকে বিজেপির টিকিটে লড়বেন। অন্যদিকে, সিপিএম-এর প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডলের নামও হলদিয়া আসন থেকে ঘোষণা করেছে বিজেপি।
সুতারং, বলা যেতেই পারে এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

