না, এটি বিধানসভা নিৰ্বাচনের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্ধের ছবি নয়
ফেসবুকে দাবি, আরএসএস ও বিজেপি নাকি দলে নতুন যোগ দেওয়া সাংসদ বিধায়কদের টিকিট দিতে নারাজ
- Total Shares
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই একে ওপরের বিরুদ্ধে সরব হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সোশ্যাল মিডিয়া জুড়েও বিভিন্ন ধরণের দাবি তুলে ধরা হচ্ছে।
'ইন্দাস-এর গর্ব মমতা' নামের ফেসবুক পেজে এমনই একটা ছবি পোস্ট করা হয়েছে। ছবিটিতে বিজেপির পতাকা হাতে নিয়ে কিছু লোককে হাতাহাতি করতে দেখা যাচ্ছে। এই পোস্টে দাবি করা হয়েছে, "জেলায় জেলায় শুরু আদি- নব্য বিজেপি সংঘর্ষ। তৃণমূল থেকে আসা নব্য বিজেপির নেতা ও বিধায়কের সকলকে টিকিট দিতে আপত্তি জানালো আর এস এস ও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই ছবিটি পুরোনো, ২০১৩ সালে পাটনাতে তোলা।
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে এই ছবিটি পুরোনো। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন সংবাদের সঙ্গে ফাইল ছবি হিসেবে এই ছবিটিকে ব্যবহার করেছিল।
ছবিটি ঠিক কবেকার ও কোথাকার তা নিশ্চিত করতে গুগুল সার্চে তদন্ত শুরু করা হয়। দেখতে পাওয়া যায়, ছবিটি আসলে ২০১৩ সালের ১৮ই জুন বিহারের রাজধানী শহর পাটনায় তোলা। সেদিন বিহার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি।
প্রসঙ্গত, এর দিন দুয়েক আগে বিজেপির সঙ্গে প্রায় ১৭ বছরের সম্পর্ক ত্যাগ করে নীতীশ কুমারের জেডি(ইউ)। ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার চিন্তাভাবনা করছিল বিজেপি, তাই বিজেপির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিশ কুমার। পাশাপাশি, বিহারের মন্ত্রীসভা থেকে ১১জন বিজেপির মন্ত্রীকে সরিয়ে দিয়েছিলেন তিনি। এই ঘটনার প্রতিবাদেই বিহার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি।
এই বন্ধ চলাকালীন পাটনায় বিজেপির দলীয় সদর দপ্তরে সামনে হাতাহাতিতে জড়িয়ে পরে বিজেপি ও জেডি(ইউ), এই দুই দলের সমর্থকরা। সেই সময়ে এই ছবিটি তোলা হয়েছিল।
বেশ কিছু সংবাদমাধ্যমে ছবি ও ভিডিও সহ এই হাতাহাতির খবর প্রকাশ করা হয়েছিল।
সুতারং, বলা যেতেই পারে যে 'ইন্দাস-এর গর্ব মমতা' নামের ফেসবুক পেজে করা এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

