ফ্যাক্ট চেক: ইতালির দাবী করে ভাইরাল দিল্লির এই ৮০০ কেজি ওজনের ভগবত গীতার ছবি
অনেকেই এমন দাবী করে সম্প্রতি এই ছবিগুলিকে পোস্ট করেছেন সমাজ মাধ্যমে
- Total Shares
ইতালির মিলানে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ শ্রীমদ্ভাগবত গীতা দাবী করে সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিকে পোস্ট করে নেটিজেনদের অনেকে লেখেন, "পৃথিবীর সর্ববৃহৎ শ্রীমদ্ভাগবত গীতা। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মহাগ্রন্থের ওজন ৮০০ কেজি। এটি ইতালির মিলানে অবস্থিত।জয় গীতা"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখে, ২০১৯ সালের এই ছবিগুলিতে দিল্লির ইস্কন মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৮০০ কেজি ওজনের এক ভগবত গীতা বইয়ের উন্মোচন করতে দেখা যায়।ইতালির মিলানে ছাপা এই বইটি বর্তমানে দিল্লির ইস্কন মন্দিরে রয়েছে।
৮০০ কেজি ওজনের এই ভগবত গীতার বিষয়ে জানতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস" ও "ডিডি নিউজে"র দুটি প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলিতে ভাইরাল পোস্টে থাকা একটি ছবিসমেত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইস্কন মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৮০০ কেজি ওজনের এক ভগবত গীতা উন্মোচন করার বিষয়টি রিপোর্ট করা হয়।
সেখান থেকেই জানা যায়, ইতালির মিলানে বৃহদাকার এই বইটি ছাপা হয়েছিল।
একই তথ্য ও ছবির উল্লেখ সেসময় প্রকাশিত ইস্কনের এই সংবাদ প্রতিবেদনেও পাওয়া যায়।
৮০০ কেজি ওজনের এই ভগবত গীতার বিষয়ে জানতে এরপর দিল্লির ইস্কন মন্দিরের সাথে যোগাযোগ করা হয়।
তারা আমাদের জানায়, বৃহদাকার সেই ভগবত গীতা এখনও দিল্লির ইস্কন মন্দিরেই রয়েছে।
এর থেকে বলা যেতে পারে, ২০১৯ সালের দিল্লির ইস্কন মন্দিরের এই ছবির সাথে ৮০০ কেজি ওজনের ভগবত গীতাটির ইতালির মিলানে থাকার দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

