না, ৭৫ বছরের উর্দ্ধের সকল নাগরিকদের আয়কর ছাড় দেয়নি কেন্দ্রীয় সরকার
ফেসবুক পোস্টে দাবি , ৭৫ বছরের উর্দ্ধে সকল নাগরিকদের আয়কর দিতে হবে না
- Total Shares
গত সোমবার, ২০২১-২২ অর্থবর্ষের বাজেট বক্তৃতা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারামন। তার পর থেকেই বিভিন্ন সোশ্যাল জুড়ে এই বাজেট সংক্রান্ত পোস্টের ঝড় বয়ে চলেছে। বিভিন্ন শ্রেণীর মানুষজন বিভিন্ন ধরণের দাবি করে এই পোস্টগুলো করে চলেছেন।
‘পশ্চিমবঙ্গ বিজেপি West Bengal BJP supporter” নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করে দাবি করা হয়েছে, "ভারত সরকার বয়স্ক পেনশনারদের ট্যাক্স থেকে সম্পূর্ণ মুক্ত করে দিল। ৭৫ বছরের ঊর্ধে কারও ট্যাক্স লাগবে না।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই দাবির অধিকাংশটাই মিথ্যে।
বাজেট পেশ করার সময়ে অর্থমন্ত্রী নির্মলা সিথারামন জানিয়েছেন, "আসছে আর্থিক বছর যাদের বয়স ৭৫ হয়ে গিয়েছে এবং যাঁদের আয়ে শুধুমাত্র পেনশন ও সুদ থেকে সীমিত তাঁদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না।"
বিষয়টি নিশ্চিত করতে আমরা আয়কর বিশেষজ্ঞ আইনজীবী অরবিন্দ আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, বাজেটের প্রস্তাব অনুযায়ী শুধুমাত্র যে সকল নাগরিকদের বয়স ৭৫ বছরের উপর এবং তাঁদের মধ্যে যাঁদের আয়ে শুধুমাত্র পেনশন ও সুদ থেকে সীমিত তাঁদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না।
"এর মানে ৭৫ বছরের বেশি বয়সের কোনও নাগরিক যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থ উপার্জন করে বা সম্পত্তি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে তাহলে তাঁকেও আর পাঁচজনের মতো আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর রিটার্ন জমা না দেওয়া মানে এই নয়ে যে সেই ব্যক্তিকে আয়কর দিতে হবে না," অরবিন্দ আগরওয়াল ইন্ডিয়া টুডেকে জানান।
সুতারং, বলা যেতেই পারে ‘পশ্চিমবঙ্গ বিজেপি West Bengal BJP supporter” ফেসবুক পেজে করা এই দাবির অধিকাংশটাই মিথ্যে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

