না, লকডাউনের সময়ে রেল পরিষেবা ১০মাস বন্ধ ছিল না
ফেসবুকে দাবি, লকডাউনের সময়ে দশ মাস রেল বন্ধ ছিল
- Total Shares
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের দাবিও করা হচ্ছে।
গৌতম ঘোষ নামের এক ফেসবুক ব্যবহারকারী এই নিয়ে একটি পোস্ট করে দাবি করছেন, লকডাউনের সময়ে দশ মাস রেল পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ে হাইওয়েতে টোল ট্যাক্সও দিতে হয়নি। কিন্তু সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন বা বিনামূল্যে এলপিজি বন্টন সবকিছুই করা হয়েছে। অথচ, কিছু লোক মাথা ব্যাথা শুধুমাত্র জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা দেখতে পাচ্ছি ২৫ মার্চ, ২০২০ থেকে দেশজুড়ে লোকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এর ঠিক দু'মাসের মধ্যে রেলের তরফ থেকে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছিল যে পয়লা জুন থেকে ট্রেন পরিষেবা শুরু হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ফলাও করে প্রকাশিত হয়েছিল।
এমনকি সরকারি পিআইবি-র ওয়েবসাইটেও এই খবরের প্রেস রিলিজ রয়েছে।

প্রসঙ্গত, ৩১শে মে -পয়লা জুন মধ্যরাত থেকেই ট্রেন পরিষেবা শুরু হয়ে গিয়েছিল। সর্বপ্রথম, মধ্যেরেলওয়ের মুম্বাই-বারাণসী স্পেশাল ট্রেন পয়লা জুন রাত ১২.১০ মিনিটে মুম্বাই স্টেশন থেকে ছেড়েছিল।
The first train 01093 CSMT Mumbai –Varanasi Special among 200 special trains to start, departed from Central Railway at 00.10 hours on 1.6.2020 pic.twitter.com/DaFjb5ESgK
— Central Railway (@Central_Railway) May 31, 2020
খবরের প্রকাশ, পরিষেবা শুরুর প্রথম দিন - অর্থাৎ পয়লা জুন - প্রায় দেড় লক্ষ যাত্রী ২০০টি ট্রেনে সফর করেছিল।
অন্যদিকে, কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর ১৭ই এপ্রিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র তরফ থেকে ঘোষণা কৰা হয় যে, ২০শে এপ্রিল থেকে হাইওয়েগুলোতে পুনরায় টোল ট্যাক্স নেওয়া শুরু হবে। শুধু তাই নয় নয়, প্রতি বছরের মতো, এই করের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করা হয়েছিল।

একটা বিষয়ে নিয়ে কোনও সন্দেহ নেই যে লকডাউনের ফলে কেন্দ্রীয় সরকারের আয়ের পরিমান অনেকটাই কমে গিয়েছিল।
কিন্তু ফেসবুকের এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর, তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

