ছবিটি দিল্লির কৃষক আন্দোলনের নয়, পাঞ্জাবের কৃষকের আত্মহত্যার ছবি
ফেসবুকে দাবি, মোদির কৃষিআইনের অত্যাচারে আহত ও অসুস্থ কৃষক
- Total Shares
কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম। রাজনৈতিক নেতা, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই বিভিন্ন ধরণের দাবি পোস্ট করে চলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
একজন ফেসবুক ব্যবহারকারী এমনই একটা ছবি পোস্ট করে লিখেছেন," আমাদের দেশের কৃষক - আহত, অসুস্থ এবং নরেন্দ্র মোদী সরকারের তৈরি #নয়া_কৃষিআইন দ্বারা অত্যাচারিত।" ছবিটিতে একজন বৃদ্ধকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে আমরা একটি ফেসবুক পেজে এই ছবিটি দেখতে পাই। এই ছবিটির সঙ্গে পাঞ্জাবি ভাষায় কিছু লেখা রয়েছে। পেজটি লুধিয়ানার জাগরাওন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সর্বজিৎ কৌরের।
এরপর, বিষয়টিকে নিশ্চিত করতে আমরা আদমি পার্টির এই মহিলা বিধায়কের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান জুলাই মাসে, ভাটিন্ডার তাপ বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহনের প্রতিবাদে একজন কৃষক আত্মহত্যা করেছিলেন। ছবিটি সেই কৃষক নেতার।
এর পর আমরা ঘটনাটির কীবোর্ড সার্চ করে দেখতে পাই যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে লেখা হয়েছে, যে মৃত্যের নাম যোগিন্দর সিং যিনি সাংরুর জেলার চীমা গ্রামের বাসিন্দা। পয়লা জুলাই ভোর সাতটা নাগাদ ভাটিন্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের সময় ধর্নায় বসেন তিনি।সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়। ধর্নার সময়ে তাঁর হাতে একটি প্লাকার্ডে লেখা ছিল, "তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে তিনি তাঁর জীবন বলিদান দিচ্ছেন।"
এই যোগিন্দর সিং ভারতী কিষান ইউনিয়নের (উগ্রহন) বলিষ্ঠ নেতা ছিলেন।
সুতারং বলা যেতেই পারে, প্রিয়াঙ্কা হাজরা মৌ নামের ফেসবুক ব্যবহারকারীর পোস্টের দাবি বিভ্রান্তিকর।

JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false
