রাজ্যের কৃষকদের ১৪,০০০ টাকা করে দেওয়ার দাবি নরেন্দ্র মোদী করেননি
ফেসবুকে দাবি, কৃষকদের প্রাপ্য টাকার পরিমাণ নিয়ে মোদী ও অমিত শাহের ভিন্ন দাবি
- Total Shares
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, অনেকেই বিভিন্ন ধরণের দাবি তুলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের পোস্ট করে চলেছেন।
‘জয় দত্ত’ নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়তা প্রকল্প নিয়ে এমনই একটি পোস্ট করেছেন। তাঁর দাবি, চাষীরা 14 হাজার টাকা পাবে - নরেন্দ্র মোদী, হলদিয়া সভায়। চাষীরা 18 হাজার টাকা পাবে - অমিত শাহ, ঠাকুর নগর সভায়। হোমওয়ার্ক টা অন্তত ঠিক করে করুন.....।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করতে নেমে আমরা প্রথমেই নরেন্দ্র মোদীর হলদিয়া ভাষণের মূল ভিডিওটি খুঁজে বের করি। ভিডিওটির ৩৪ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীকে এই কিষান সম্মান নিধি যোজনা-র কথা বলতে শোনা যায়। কিন্তু এক একজন কৃষক এই প্রকল্পের আওতায় কত টাকা পাবেন সে বিষয় মোদী সেই সভায় কোনও মন্তব্য করেননি।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, "বিজেপি বাংলার মসনদ দখল করার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প পশ্চিমবঙ্গে দ্রুত চালু করার প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা যা পেয়েছেন এ রাজ্যের কৃষকরাও তাই পাবেন। আমরা কোনও প্রাপ্য থেকে তাঁদেরকে বঞ্চিত করব না।"
সংবাদমাধ্যমে প্রকাশিত সেই জনসভা সংক্রান্ত খবরগুলোতেও কোথাও বলা নেই যে মোদী কৃষক পিছু ১৪,০০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, বিজেপি-র আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গে দলের কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ২৫ ডিসেম্বর টুইট করে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের একেকজন কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার প্ৰাপ্য ১৪,০০০ টাকা (কেন্দ্রীয় সরকারের শেষ প্রদিত কিস্তি অবধি) থেকে বঞ্চিত রয়েছেন।"
Of the approx 72 lakh farmers in WB, nearly 23 lakh have self-registered on the central portal seeking benefits under the #PMKisan Samman Nidhi, but Pishi wouldn’t certify them!Each farmer in WB has so far lost Rs 14,000 (including latest instalment) and the state 9,800 crore.
— Amit Malviya (@amitmalviya) December 25, 2020
এই যোজনার নিয়মাবলী ঘেটে দেখা যাচ্ছে, এই প্রকল্পে এক একজন কৃষক বছরে ৬,০০০ টাকা করে পাবেন। প্রতিবছর, ২,০০০ টাকা করে তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
তবে, মোদীর হলদিয়া সভার কয়েকদিন পরে ঠাকুরনগরে সভা করেছিলেন অমিত শাহ। সেই সভায়, অমিত শাহ প্রতিটি কৃষককে ১৮,০০০ টাকা করে দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
ডিসেম্বর ২০১৮ সালে এই যোজনাটি চালু হয়েছিল। এখনও পর্যন্ত দেশজুড়ে ১১.৬০ কোটি কৃষক মোট সাতটি কিস্তিতে (ডিসেম্বর ২০ -মার্চ২১ পর্যন্ত) ১৪,০০০ টাকা করে পেয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠন করতে করতে আরও দুটি কিস্তির (এপ্রিল -জুলাই ২১ ও অগাস্ট -নভেম্বর ২১ পর্যন্ত) সময় চলে আসবে। তাই ক্ষমতায় এলে, ১৮,০০০ টাকা করে ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে।

সুতারং, বলা যেতেই পারে 'জয় দত্ত' নামের ফেসবুক ব্যবহারকারীর এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

