অন্ধ্রপ্রদেশের ছবি দিয়ে মধ্যপ্রদেশের কৃষক হত্যার ছবি বলে দাবি করা হচ্ছে
পোস্টে ব্যাবহৃত ছবিটি বাম সমর্থকদের উপর পুলিশের আক্রমণের
- Total Shares
কৃষক আন্দোলনক কেন্দ্র করে শেষ কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দল থেকে সেলেব্রিটি, রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ - সকলেই বিভিন্ন দাবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানান ধরণের পোস্ট করে চলেছে।
'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটা ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি পোস্ট করে বলা হচ্ছে যে ১৯৯৮ সালের জানুয়ারী মাসে যখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিগ্বিজয় সিং ও দিল্লির মসনদে কংগ্রেস সরকার তখন পুলিশের গুলিতে ২৭ জন কৃষক প্রাণ হারিয়েছিল। এর সঙ্গে লেখা হয়েছে, এই বর্ণিত ঘটনার পুনরাবৃত্তি কি এখন একমাত্র লক্ষ্য বিরোধীদের?"

এখানে পোস্টটির আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি আংশিক সত্য।
পোস্টে বর্ণিত ১৯৯৮ সালের জানুয়ারি কৃষক আন্দোলনের ঘটনা সত্যিই ঘটেছিল। তবে এই ঘটনার মৃত্যের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। যদিও সরকরি হিসেবে বলছে ১৯, বিভিন্ন সংবাদমাধ্যমে মৃত্যের সংখ্যা ২৪ বলেও দাবি করা হয়েছিল। দিল্লিতে সে সময়ে আই কে গুজরালের সরকার।
পোস্টে বর্ণিত ঘটনার প্রবাহ ঠিক থাকলেও, পোস্টে ব্যবহৃত ছবিটি কিন্তু সেই সময়কার নয়।
রিভার্স ইমেজ সার্চ করে একটি ব্লগে সেই ছবিটির রঙিন সংস্করণটি পাওয়া গিয়েছে। সেই ব্লগে দাবি করা হয়েছে, ছবিটি ২০০৭ সালের। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার মুদিগদা গ্রামের। সেদিন রাজ্যে জুড়ে বিরোধীরা ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘট চলাকালীন বামদলগুলোর তরফ থেকে বিক্ষোভ শুরু হলে সিপিএম সমর্থকদের উপর পুলিশ আক্রমণ করেছিল।

এখানে আপনি ব্লগটির আর্কাইভ দেখতে পাবেন।
এর পর কীওয়ার্ড সার্চ করে আমরা এই ঘটনাটি সম্পর্কিত বেশ কয়েকটি প্রতিবেদন পেয়েছি।
এর মধ্যে একটি প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করা হয়েছিল।
ঘটনাটির পরে সিপিএমের তরফ থেকে তৎকালীন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলের তরফ থেকে অন্ধ্র প্রদেশের দায়িত্বে থাকা দ্বিগ্বিজয় সিংকে চিঠি পাঠিয়ে ঘটনাটি সবিস্তারে জানানো হয়েছিল।
এই ঘটনাটির একটি ভিডিও পাওয়া যায়।
সুতারং বলা যেতেই পারে 'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' ফেসবুক পেজে করা এই দাবি আংশিক সত্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

