ভুটানের পেট্রল ও ডিজেলের মূল্য নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
দাবি করা হয়েছে, ভুটানে বর্তমান পেট্রোলের মূল্য ৫৬.৬০ এবং ডিজেলের মূল্য ৫১.৭৫
- Total Shares
ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বদাই বিভিন্ন ব্যক্তি তাঁদের মতামত ও দাবি দাওয়া পোষণ করে থাকেন।
‘প্রলয় ভট্টাচার্জি’ নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী একটি ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। ছবিটিতে বলা হয়েছে , প্রতিবেশী রাষ্ট্র ভুটানে পেট্রোলের মূল্য ৫৬.৬০ এবং ডিজেলের মূল্য ৫১.৭৫।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
প্রথমেই আমরা ছবিটিকে জুম্ করে দেখি যে ভারত পেট্রোলিয়ামের ছবির পিছনে একটি হোটেলের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সেই সাইনবোর্ডটি ফুন্টশেলিং শব্দটি দেখা যাচ্ছে। ভারতের জয়গাঁওয়ের লাগোয়া ভুটানের সীমান্ত শহরটির নাম ফুন্টশেলিং। এখন প্রশ্ন হচ্ছে এই ফুন্টশেলিং-এ জ্বালানির বর্তমান দাম কত?
ইন্টারনেটে সার্চ করে ভুটান সরকারের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি যে ভারতের ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রলিয়ামের তরফ থেকে সে দেশে পেট্রল ও ডিজেল রপ্তানি করা হয়। সে দেশের মোট তিনটি বেসরকারি কোম্পানি - ভুটান অয়েল কর কর্পোরেশন/ ভুটান অয়েল ডিস্ট্রিবিউটরস (এ দুটি সংস্থাই তাসি গ্রূপের অন্তর্গত), দ্রুক পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও দামচেন পেট্রলিয়াম ডিস্ট্রিবিউটরস - ভুটান জুড়ে এই জ্বালানি বন্টন করে থাকে।
২০২০ সালে স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ভুটান লিমিটেড নামের আরও একটি ভুটানের চতুর্থ জ্বলানি বণ্টনকারী কোম্পানি হওয়ার বরাত পেয়েছে। তবে, এই সংস্থাটি ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে শুধুমাত্র উন্নতমানের, বিএস সিক্স, জ্বালানি আমদানি করে থাকে। এই জ্বালানির মূল্য বিএস ফোর জ্বালানি থেকে সামান্য বেশি।
এর পর আমরা ভুটান অয়েল ডিস্ট্রিবিউটরের দক্ষিণ অঞ্চলের এক ম্যানেজার দর্জি ডুকপার সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, গোটা ভুটানে ফুন্টশিলিংয়েই জ্বালানির দাম সবচাইতে কম। বর্তমানে ফুন্টশিলিংয়ে পেট্রোলের মূল্য ৬০.২১ (ভুটানি মুদ্রায়) ও ডিজেলের দাম ৫৯.০৭ (ভুটানি মুদ্রায়)। অন্যদিকে, রাজধানী থিম্পুতে পেট্রোলের দাম ৬২.৭৫ (ভুটানি মুদ্রায়) ও ডিজেলের দাম ৫৯.০৭ (ভুটানি মুদ্রায়)।
"ভারতে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দাম ওঠা-নামা করে। তার উপর ভিত্তি করে আমরা মাসে দু'বার - পনেরো দিন অন্তর একবার - পেট্রল ও ডিজেলের মূল্য ধার্য করি," দর্জি ডুকপা ইন্ডিয়া টুডেকে জানালেন।
আজকের দিনে, দুই দেশের মুদ্রা বিনিময়ের হার এক।

সুতারং, একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে ভারতের থেকে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের জ্বালানির দাম অনেকটাই কম। বর্তমানে, কলকাতায় পেট্রল মূল্য ৮৮.৬৩ টাকা ও ডিজেলের মূল্য ৮১.০৬ টাকা।
তবে, ফেসবুকের এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলা যেতেই পারে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

