না, ইউপিএ আমলে পেট্রোলের শুল্ক কর সাড়ে তিন টাকা ছিল না
ফেসবুকে দাবি, ইউপিএ আমলে পেট্রল ও ডিজেল, উভয়ের, শুল্ক কর নাকি সাড়ে তিন টাকা ছিল
- Total Shares
মূল্যবৃদ্ধি, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি, সর্বদাই বহুল আলোচিত একটি বিষয়ে। জ্বালানির মূল্য হ্রাস পেলে সরকার তা ফলাও করে প্রকাশ করে থাকে, আবার জ্বালানির মূল্য বৃদ্ধি বিরোধীদের অন্যতম প্রিয় হাতিয়ার। শুধু রাজপথের জনসভায় নয়, সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত দাবি ভুরি ভুরি চোখে পরে।
তামিলনাড়ু ইয়ুথ কংগ্রেস নামের একটি ফেসবুক পেজে এই জ্বলানির মূল্যবৃদ্ধির বিষয়ক একটি পোস্ট করে দাবি করা হয়েছে , ইউপিএ সরকারের আমলে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর মাত্র সাড়ে তিন টাকা শুল্ক কর ধার্য করা হয়েছিল। অথচ, এনডিএ -এর আমলে সেই কর যথাক্রমে তেত্রিশ টাকা প্রতি লিটার ও ৩২ টাকা প্রতি লিটার।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে জানা যাচ্ছে যে ২০২০ সালের ৭ মার্চ শেষবারের মতো পেট্রল ও ডিজেলের শুল্ক কর বৃদ্ধি হয়েছিল। বর্তমানে পেট্রোলের শুল্ককর ৩২.৯৮ টাকা প্রতি লিটার ও ডিজেলের শুল্ক কর ৩১.৮৩ টাকা। ইকোনোমিক টাইমস সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সে সময় দাবি করা হয়েছিল, এই বৃদ্ধির ফলে ভারতে পেট্রল ও ডিজেলের উপর শুল্ক করের পরিমাণ ৬৯% দাঁড়ালো, যা বিশ্বের সর্বাধিক।
এখানে একটা বিষয়ে নিশ্চিত যে পোস্টে এনডিএ সরকারের আমলে পেট্রল অপি ডিজেলের উপর শুল্ক করের যে সংখ্যা দেওয়া হয়েছে তা খুব একটা ভুল নয়।
কিন্তু ইউপিএ সরকারের আমলের যে শুল্ক করের পরিমাণের করা বলা হয়েছে তা ঠিক নয়।
বিভিন্ন নথি ঘেটে দেখা যাচ্ছে ২০১৪ সালে সাধারণ নির্বাচনের আগে, অর্থাৎ ইউপিএ সরকারের শেষ লগ্নে ডিজেলের শুল্ক কর ছিল ৩.৫৬ টাকা, যা পোস্টের দাবীর সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু, সেই সময়ে, পেট্রোলের শুল্ক কর ছিল ৯.৪৮ টাকা, যা পোস্টের দাবি থেকে অনেকটাই বেশি।
সূত্র: ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া
২০১৪ সালে ইন্ডিয়া টুডে বিস্তারিত তদন্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল অবধি - এই চার বছরে - পেট্রোলের উপর শুল্ক কর প্রায় ১২৬ শতাংশ ও ডিজেলের উপর শুল্ক কর প্রায় ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সেই প্রতিবেদনেও বলা হয়েছে যে ২০১৪ সালে পেট্রোলের শুল্ক কর ৯.৪৮ টাকা ছিল।
নিঃসন্দেহে, ইউপিএ আমল থেকে এনডিএ আমলে পেট্রল ও ডিজেলের শুল্ক কর অনেকখানি বৃদ্ধি পেয়েছে। তবে, এই ফেসবুক পোস্টের দাবি কিন্তু বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

