না, পয়লা মার্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধির কথা এখনও ঘোষণা করা হয়নি
ফেসবুকের দাবি, পয়লা মার্চ থেকে গ্যাসের দাম ৮৫০ টাকা ভর্তুকির পরিমাণ শূন্য
- Total Shares
জ্বালানির মূল্যবৃদ্ধি এই মুহূর্তে দেশ জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আর, এই বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরণের পোস্ট করে চলেছেন।
'অচিন্ত্য কুমার বরাট' নামের ফেসবুক ব্যবহারকারী এমনই একটি পোস্ট করে দাবি করেছেন, আগামী পয়লা মার্চ থেকে রান্নার গ্যাসের দাম ৯৪ টাকা বৃদ্ধি পেয়ে ৮৫০ টাকা হবে। অন্যদিকে, ভর্তুকির পরিমাণ শূন্যে নেমে আসবে।
২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি এলপিজির দাম
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করতে নেমে প্রথমেই দেখা যাচ্ছে এই পোস্টটি যখন করা হয়েছিল, অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারী, তখন কলকাতায় গ্যাসের দাম ছিল ৭.৪৫.৫০। এই দামটি ৪ ফেব্রুয়ারী থেকে জারি করা হয়েছিল। বর্তমানে, কলকাতায় গ্যাসের দাম ৭৯৫.৫০।
আমাদের দেশে ইম্পোর্ট প্যারিটি প্রাইস-এর উপর এলপিজির রিটেল দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠা-নামার উপর নির্ভর করে এই ইম্পোর্ট প্যারিটি প্রাইস নির্ধারিত হয়। প্রতি মাসেই এই রিটেল মূল্য নির্ধারণ করা হয় যা সাধারণত মাসের পয়লা দিন থেকে জারি করে হয়ে থাকে।
তবে, ২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে গ্যাসের দাম দু'দুবার বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ২০২০-২১ আর্থিক বর্ষের বাকি মাসগুলোতে এই নিয়ম মেনে মাসের শুরুতেই গ্যাসের মূল্য আপডেট করা হয়েছিল
এর পর, আমরা গুগল সার্চ করে পয়লা মার্চে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা সংক্রান্ত খবর খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু, এমন খবর খুঁজে পাওয়া যায়নি যেখানে বলা হয়েছে যে পয়লা মার্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে।
ব্যাপারটা আরও নিশ্চিত করতে আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিজিএম এস ডাকুয়ার সঙ্গে কথা বলি। তিনি জানান, " পয়লা মার্চ থেকে গ্যাসের দাম যে বাড়বেই এমন কোনও ঘোষণা এখনও অবধি করা হয়নি। সাধারণত আমরা মাসের শেষে আগামী মাসের দাম ঠিক করি। সেক্ষেত্রে, পয়লা মার্চে থেকে যে দাম করব সেই দাম এ মাসের শেষে নির্ধারণ করা হবে। দাম বাড়তেও পারে, কমতেও পারে আবার এক থাকতেও পারে। "
পোস্টের দ্বিতীয় দাবি, অর্থাৎ গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে এমন কোনও খবর নেই। এ বছরের বাজেটে সরকার পেট্রোলিয়াম পণ্যের উপর ভর্তুকির পরিমাণ ১২,৯৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গত বাজেট এই খাতে ৪০,৯১৫ টাকা বরাদ্দ করেছিল। এই বিপুল পরিমাণ হ্রাসের প্রভাবএলপিজি-র ভর্তুকির উপর পড়বে বলে অবশ্য আশঙ্কা করা হয়েছে।
"আশঙ্কা থাকতেই পারে। কিন্তু সরকারিভাবে ভর্তুকি প্রত্যাহারের কোনও ঘোষণা সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত করা হয়নি," ডাকুয়া জানালেন।
সুতারং, এই ফেসবুক পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলা যেতেই পারে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

