রাজ্য সরকারের পক্ষ থেকে ইমাম বা মোয়াজ্জেমদের কোনও ভাতা দেওয়া হয়না, পুরোহিতদের দেওয়া হয়
ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের সরকারি ভাতা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
নির্বাচন চলছে। আর, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বিভিন্ন ধরণের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে চলেছেন।
'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করে দাবি করা হয়েছে, বাংলাদেশে যেখানে সংখ্যাগুরু-দের তোষণ করা হয় সেখানে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের তোষণ করা হয়ে থাকে। তাই এই রাজ্যে ইমাম ভাতা ৩,৫০০ টাকা আর মোয়াজ্জেম ভাতা ২,৫০০ টাকা হলেও হিন্দু পুরোহিতদের ভাতার পরিমাণ শূন্য।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি সত্যিই ২০১২ সালের ৩এপ্রিল মাসিক ২,৫০০ টাকা ইমাম ভাতার কথা ঘোষণা করেছিলেন। এর কিছুদিন বাদেই তিনি জানান যে, সরকারের তরফ থেকে রাজ্যের মোয়াজ্জেমদের মাসিক হাজার টাকা করে দেওয়া হবে।

কিন্তু, শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সরকারের তরফ থেকে এই ভাতা প্রদান করা আর সম্ভব হয়নি। রাজ্য বিজেপি সহ আরও বেশ কিছু ব্যক্তিবিশেষ সরকারের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছিল যে একটি নির্দিষ্ট ধর্মের কিছু নির্দিষ্ট লোককে ভাতা দেওয়া কোনও সরকারের পক্ষে সম্ভব নয়।
সুতরাং, পোস্টে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়। সরকারের তরফ থেকে ইমাম বা মোয়াজ্জেমদের কোনও ধরণের ভাতা প্রদান করে হয় না। সেই সময় অবশ্য কিছু সংবাদপত্র দাবি করেছিল যে সরকার ঘুর পথে রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে এই ভাতা প্রদানের ব্যবস্থা করেছে।
বিষয়টিকে আমরা নিশ্চিত করতে আমরা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, "রাজ্য সরকার সে বছর ওয়াকফ বোর্ড কে কিছু অনুদান বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কোনও ভাবেই বলা যাবে না যে সরকারি ভাবে সরকার ওয়াকফ বোর্ডের তরফ থেকে ইমাম ও মোয়াজ্জেম ভাতা দেওয়া হয়েছে। ওয়াকফ বোর্ডের তরফ থেকে বর্তমানে ইমামদের ২,০০০ টাকা ও মোয়াজ্জেমদের ১,৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে।"
পোস্টে যে দ্বিতীয় দাবিটি করা হয়েছে যে হিন্দু পুরোহিতরা রাজ্যে সরকারের তরফ থেকে কোনও ভাতা পায় না তা ভুল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পুরোহিতদের জন্য মাসিক ১,০০০ টাকা ভাতা চালু করেছেন। খবরের প্রকাশ, সে বছর দুর্গাপুজো শুরুর আগেই প্রায় ৯,৫০০ পুরোহিত এই ভাতা পেয়ে গিয়েছিলেন।

পোস্টে বাংলাদেশ নিয়ে যা দাবি করা হয়েছে তার ফ্যাক্টচেক আমরা করিনি।
কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ভাতা নিয়ে যা দাবি করা হয়েছে তা থেকে পরিষ্কার যে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

