একা নয়, সপরিবারে সিরিয়া থেকে জর্ডন গিয়েছিল এই বালকটি
ভাইরাল এই ছবিটি নিয়ে বিভ্রান্তি ছড়ালো ফেসবুকে
- Total Shares
ব্যাগ হাতে একটি বালকের ছবি ভাইরাল হলো। সেখানে দাবি করা হয়েছে যে ২০১৪ সালে চার বছরের এই বালকটি থেকে জর্ডন পালিয়ে আসে। সিরিয়াতে তার মৃত মা এবং বোনের জামা কাপড় ছিল বাচ্চাটির ব্যাগে।

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল পোস্টটির দাবি বিভ্রান্তিকর। এটা সত্যি ২০১৪ সালে মারওয়ান নামের চার বছরের বালকটি, সিরিয়া থেকে পালিয়ে জর্ডন এসেছিলো। তবে সে একা আসে নি , সঙ্গে তার পরিবার ও অন্যান্য লোকেরাও ছিল। এবং বালকটির মা বা বোন কেউই সিরিয়ায় মারা যায় নি।
ভাইরাল ছবিটি ২০১৪ সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছিল। আন্তর্জাতিক মিডিয়ার এই রিপোর্টগুলি দেখা যাবে এখানে ও এখানে।
২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে, জাতি সংঘের এক কর্মী অ্যান্ড্রু হারপার এই ছবিটি টুইট করে জানান এই চার বছরের বালকটির ব্যাপারে। পর পর আরও দুটি টুইট করে তিনি জানান, বিস্তারিত ঘটনাটি এবং ছবিটি নিয়ে সব সংশয় দূর করে দেন।
Here 4 year old Marwan, who was temporarily separated from his family, is assisted by UNHCR staff to cross #Jordan pic.twitter.com/w4s2mrNnMY
— Andrew Harper (@And_Harper) February 16, 2014
Thanks to Jared 4 this shot showing Marwan at the back of this group of @refugees. He is separated - he is not alone. pic.twitter.com/vq2JpxjT8j
— Andrew Harper (@And_Harper) February 18, 2014
Just to let you know that Marwan was safely reunited w his mother soon after being carried across the #Jordan border pic.twitter.com/h1XskyhWgz
— Andrew Harper (@And_Harper) February 17, 2014
অ্যান্ড্রু হার্পারের টুইট অনুযায়ী , মারওয়ান নামের এই চার বছরের ছেলেটি তার পরিবারের সঙ্গেই সিরিয়া থেকে পালিয়ে জর্ডনএ শরনার্থী শিবিরে। বালকটি ভিড়ের মধ্যে কিছুক্ষনের জন্য তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পরে। তবে, পরবর্তী কালে সে আবার তার মায়ের কাছে ফিরে যায়।
সুতরং , বালকটিকে নিয়ে ফেসবুকে লেখা ক্যাপশনটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

