না, আন্তর্জাতিক তারকাদের প্রভাবে কাশ্মীরে ফোর-জি চালু হয়নি
ফেসবুকে দাবি, গ্রেটা-রিহান্না-হ্যারিসের প্রভাবে ফোর-জি চালু উপত্যকায়
- Total Shares
সোশ্যাল মিডিয়াতে এবার দিল্লির কৃষক আন্দোলনের সঙ্গে জড়িয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের ইন্টারনেট সমস্যার বিতর্ক।
'প্রলয় ভট্টাচার্জি' নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী একটি ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। ইংরেজিতে লেখা সেই পোস্টের বাংলা তর্জমা: "ফোর-জি পরিষেবা চালু হল কাশ্মীরে..... গ্রেটা-রিহান্না-হ্যারিসের প্রভাব।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
এটা সত্যি যে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, পপ তারকা রিহান্না এবং মার্কিন আইনজীবী তথা মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের নিকট আত্মীয়া মীনা হ্যারিস দিল্লি কৃষক আন্দোলন নিয়ে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছেন।
এই তিনজনই, এক হয় কৃষকদের সমর্থনে, বা কৃষক আন্দোলনের বিরুদ্ধে সরকারি ব্যবস্থার প্রতিবাদ করে টুইটারে সরব হয়েছিলেন। এই ব্যবস্থাগুলোর মধ্যে অবশ্যই দিল্লি-হরিয়ানা সীমান্তের অঞ্চলগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার বিষয়টিও রয়েছে।
কিন্তু কোনও ভাবেই এই তিন আন্তর্জাতিক ব্যক্তিত্বের টুইটগুলোর সঙ্গে জম্মু ও কাশ্মীরের ফোর-জি ইন্টারনেট পরিষেবা জড়িত নয়। বিষয়টি একেবারে ভিন্ন।
২০১৯ সালের আগস্ট মাসে কেন্দ্রের মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল সেই রাজ্যে। এর পরে ল্যান্ডলাইন ও মোবাইল পরিষেবা শুরু হলেও, সুরক্ষা রক্ষার কারণে উপত্যকায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি।
এবছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে অনির্দিষ্ঠকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না। আদালত সরকারকে এই নিষেধাজ্ঞা পুনঃবিবেচনার নির্দেশও দিয়েছিল।
সরকার সেই নির্দেশ না মানায়, ২২শে আগস্ট দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে সরকার যেন এই সিদ্ধান্ত অনতিবিলম্বে পুনঃবিবেচনা করে। একই সঙ্গে আদালতের তরফ থেকে জানানো হয় যে এর পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধের কারণ দর্শাতে হবে যাতে কেউ মনে করলে আদালতে সেই কারণের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে।
তবে এর আগেই, ১৬ই আগস্ট থেকে, কাশ্মীরের দুটি জেলায় - জম্মুর উধমপুর ও কাশ্মীরের গান্দেরবালে - পরীক্ষামূলক ভাবে ফোর-জি ইন্টারনেট চালু করে দেওয়া হয়েছিল।
সুতারং, বলা যেতেই পারে ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

