তিন তালাক বা বহু বিবাহের ভয়ে কেরলে হিন্দু যুবকের সঙ্গে মুসলমান যুবতীর বিয়ে হয়নি
মুসলমান দম্পতির পালিত হিন্দু কন্যার বিবাহ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন ধরণের দাবি করা হয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে। এদের মধ্যে কিছু দাবি সত্য আবার কিছু কিছু দাবি বিভ্রান্তিকরও হয়।
'অলকানন্দা রাজশাহী' নামের এক ফেসবুক ব্যবহারকারী এই বিষয়ে একটি দাবি করেছেন। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "তিন তালাক এবং হালালা বহুবিবাহ থেকে বাচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলো মুসলিম বাবা মা। ঘটনা কেরালা রাজ্যের।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, এই ছবিটির সঙ্গে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়।
তদন্তে নেমে আমরা ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই ইন্টারনেটে বেশ ভাইরাল এই ছবিটি। 'মেট্রোসাগা' নামের একটি ইংরেজি ওয়েবসাইটে ও 'জনসত্ত্বা' নামের একটি হিন্দি ওয়েবসাইটে এই ছবিটি প্রকাশ করা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে।

দুটি সংবাদমাধ্যমেই দাবি করা হচ্ছে, ছবিটি কেরলের কাসারগড় জেলার। এক মুসলিম দম্পতির পালিত হিন্দু কন্যার বিয়ের দিনের ছবি এটি।
এর পর আমরা কী-ওয়ার্ড সার্চ করে আরও একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি খবর পাই।
সেই খবরে বলা হয়েছে, পাত্রীর নাম রাজেশ্বরী। পাত্রীর যখন সাত বছর বয়স তখন তাঁর বাবা সারভানন মারা যান। এর কিছুদিন বাদে তাঁর মাও পরলোক গমন করেন। তখন থেকেই রাজেশ্বরী তাঁর প্রতিবেশী আব্দুল্লাহ ও খাদিজার কাছে মানুষ হয়েছেন। এই দম্পতির আরও তিনটি পুত্র সন্তান রয়েছে। ১৬ই ফেব্রুয়ারী ২০২০-তে বিষ্ণুপ্রসাদ নামের জনৈক যুবকের সঙ্গে সাত পাকে আবদ্ধ হন রাজেশ্বরী।
এছাড়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিজনেস স্ট্যান্ডার্ড-এর মতো সংবাদমাধ্যমেও এই খবরটি প্রকাশিত হয়েছিল।
সংবাদ সংস্থা এএনআই -ও তাদের টুইটার হ্যান্ডেলে এই খবরটি টুইট করেছিল।
EMBED:
Kerala: A Muslim couple organised their foster daughter Rajeshwari's marriage as per Hindu rituals in a temple in Kasaragod, yesterday. The couple raised Rajeshwari after her father, who was working on the couple's farmland died when she was a child. pic.twitter.com/moIn2Wz2dc
— ANI (@ANI) February 17, 2020
বিদেশি সংবাদমাধ্যমের মধ্যে 'গালফ নিউজ' ও তাদের ওয়েবসাইটে এই খবরটি প্রকাশ করেছিল।
সুতরাং, বলা যেতেই পারে, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ ছবির সঙ্গে যে দাবিটি করা হয়েছে তা ঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

