রাজ্য থেকে ২৩ মিলিয়ন কৃষকের নাম প্রধানমন্ত্রী কৃষি যোজনায় নথিভুক্ত হয়নি
ফেসবুকে দাবি, রাজ্যের ২৩ মিলিয়ন কৃষক কৃষি যোজনায় নাম নথিভুক্ত করেছে
- Total Shares
নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি তুলে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে চলেছে। 'বি.জি.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের এক ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করে দাবি করা হয়েছে, "পশ্চিমবঙ্গে ২৩ মিলিয়ন কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করলেও সেই সুযোগ দিতে অস্বীকার করেছেন কৃষক বিরোধী পিসি।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ইন্টারনেটে খোঁজ করে দেখা যাচ্ছে, ৭ই ফেব্রুয়ারী হলদিয়াতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছিলেন। তিনি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, গত কয়েক বছরে রাজ্যে মোট ২৫ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার জন্য নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। রাজ্য সরকার এর মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের তালিকা কেন্দ্রকে পাঠিয়েছে।
মোদীর হলদিয়া ভাষণের মূল ভিডিওটি আমরা খুঁজে পেয়েছি। ভিডিওটির ৩৫:৪৫ মিনিটে মোদী এই বক্তব্যটি রেখেছিলেন।
২০২০ সালের ডিসেম্বরে ইকোনোমিক টাইমস এই বিষয়ে একটি খবর প্রকাশ করে। সেই খবরেও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পদস্থ অফিসাররা দাবি করছেন যে পশ্চিমবঙ্গে প্রায় ২.৩ মিলিয়ন কৃষক এই প্রকল্পে নথিভুক্ত করেছে। অর্থাৎ, ২৩ লক্ষ কৃষকের কথাই সেই প্রতিবেদনে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট ৭১.২৩ লক্ষ কৃষক পরিবার রয়েছে। সে ক্ষেত্রে ২৩ মিলিয়ন কৃষকের নাম নথিভুক্ত হওয়াটা অসম্ভব।
তবে, এটা সত্যি যে পশ্চিমবঙ্গের কৃষকরা এখনও অবধি কৃষি যোজনার সুবিধা পাননি। ৮ই ফেব্রুয়ারী খোদ মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় এই কথা স্বীকার করে নিয়েছেন। বিধানসভায় তিনি জানিয়েছেন , "আড়াই লক্ষ মতো কৃষকের তালিকা আমরা দিল্লি পাঠিয়েছি। কিন্তু কেন্দ্র থেকে তাঁরা এখনও কোনও সুবিধা পাননি।"
সুতারং, ফেসবুক পোস্টের এই দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

