পশ্চিমবাংলায় লকডাউন নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
গতবছরের লক ডাউনের খবর ফের ছড়ালো ফেসবুকে
- Total Shares
পশ্চিমবাংলায় কি আবার চালু হতে চলেছে লক ডাউন? কিছু ফেসবুকে ব্যবহারকারী তেমনি দাবি করেছেন যে অতিমারীর প্রভাবে ফের শুরু হবে লকডাউন। একটি নিউস ক্লিপের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে " লকডাউন। দেখে নিন কি কি পরিষেবা পাবেন। কজন একসাথে বেরোতে পারবেন।"। নিউস ক্লিপে জি-২৪ ঘন্টা চ্যানেলের লোগো রয়েছে , এবং সেখানে সংবাদ পরিবেশক বলছেন আগামীকাল থেকে রাজ্যে শুরু হয়েছে লক ডাউন। ভিডিওতে গ্রাফিক্সে লেখা ২৩ সে মার্চ থেকে ২৭ সে মার্চ রাজ্যে লক ডাউন।

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে করে দেখেছে ভাইরাল পোস্টটির দাবি বিভ্রান্তিকর। গত বছরের পুরোনো খবরের ক্লিপ ব্যবহার করা হয়েছে ফেসবুক পোস্টে। রাজ্যে এক্ষনি কোনো লক ডাউনএর খবর নেই।
ফেসবুক পোস্টটি ২১ সে মার্চ করা হয়েছে , এবং খবরের ক্লিপটিতে দেখা যাচ্ছে ২৩ সে মার্চ থেকে লক ডাউন , অথচ সংবাদ পরিবেশক বলছেন আগামীকাল থেকে লক ডাউন। এই বৈষম্যে প্রথমেই খটকা লাগে আমাদের।
এরপর লক ডাউন বিষয়ে খোঁজ খবর নিয়ে আমরা রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোনো সাম্প্রতিক বার্তা কোনো সংবাদ মাধ্যম বা পত্র পত্রিকায় খুঁজে পাই না। তার বদলে আমরা গতবছরের বেশ কিছু সংবাদপত্রের ওয়েবসাইটে ২১ সে মার্চ ২০২০ সালের প্রতিবেদন পাই , যেখানে লেখা হয়েছে ২৩ সে মার্চ থেকে ২৭ সে মার্চ ২০২০ রাজ্যে লক ডাউন রাখা হয়েছে অতিমারীর জন্য।
এরপর আমরা জি-২৪ ঘন্টার ভাইরাল এই খবরের ক্লিপটি চ্যানেলের ফেসবুক পেজ থেকে খুঁজে পাই। 22 সে মার্চ ২০২০ সালের এই ফেসবুক পোস্ট ক্যাপশনে লেখা " ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন, ঘোষণা রাজ্যে"।
সুতরং বোঝা যাচ্ছে গতবছরের খবরের ভিডিও ক্লিপ ব্যবহার করে লক ডাউনএর ভুয়ো দাবি করা হয়েছে , ভাইরাল পোস্টটিতে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

