এলপিজি-র বর্তমান ভর্তুকির পরিমান ২২৭ টাকা নয়, মাত্র ১৯.৫৭ টাকা
ফেসবুকে দাবি, সরকার ২২৭ টাকা ভর্তুকি দেওয়ায় ভর্তুকি-যুক্ত গ্যাসের দাম ৫৬৮ টাকা
- Total Shares
এলপিজি-র মূল্য বৃদ্ধি গোটা দেশ জুড়েই শোরগোল ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে গ্যাসের দাম সংক্রান্ত বিভিন্ন পোস্ট ক্রমশ ভাইরাল হয়ে উঠছে।
'বি.জে.পি. ওয়েস্ট বেঙ্গল' নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্টে বিগত কয়েক বছরের গ্যাসের দামের একটি তালিকা তুলে ধরে দাবি করা হয়েছে, বর্তমানে গ্যাসের দাম ৭৯৫ টাকা হলেও, ২২৭ টাকা ভর্তুকি বিয়োগ করলে ভর্তুকি-যুক্ত গ্যাসের বর্তমান দাম ৫৬৮ টাকা।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে এলপিজির বর্তমান দাম খুঁজে পেলাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় ভূর্তুকি-হীন এলপিজির বর্তমান দাম ৭৯৫.৫০।

এখন প্রশ্ন হল সরকারের ভর্তুকির পরিমান কত? অর্থাৎ, ভর্তুকি-যুক্ত গ্যাসের দাম কত?
আমরা প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত গ্যাসের দাম সংক্রান্ত খবর ঘেটে দেখলাম যে গ্যাসের ভূর্তুকি বা ভূর্তুকি-যুক্ত গ্যাসের দাম নিয়ে সেখানে খুব বেশি কিছুর উল্লেখ নেই।
এইসময় সহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমের মতে, বিগত কয়েক মাস ধরে ভর্তুকির পরিমান নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাচ্ছে না রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।
সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে ২০২০ সালের মে থেকে সেপ্টেম্বর মাস অবধি সরকার কোনও রকম ভর্তুকি গ্রাহকদের ব্যাঙ্কে ফেরত দেয়নি। বর্তমানে, যে ভর্তুকি ফেরত দেওয়া হচ্ছে তা নিয়ে গ্রাহকদের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ, সেই ভর্তুকির পরিমাণ কুড়ি টাকারও কম।
বিষয়টি আরও নিশ্চিত করতে আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিজিএম এস ডাকুয়ার সঙ্গে কথা বলি। তিনি জানান, "গ্যাসের দামের মতোই ভর্তুকির পরিমাণও আন্তর্জাতিক প্রাইসিং ও আরও কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। সাধারণত আমরা মাসের শুরুতে গ্যাসের দাম নির্ধারণ করার পাশাপাশি ভর্তুকির দামও ঠিক করি। তবে শেষ কয়েকবার যখন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু ভর্তুকির পরিমাণ এক রয়ে গিয়েছে। বর্তমানে, সেই ভর্তুকির পরিমান ২০ টাকার সামান্য কম।"
এর পরে, বিগত কয়েকদিনের মধ্যে গ্যাস বুক করেছেন এমন একজন গ্রাহককে আমরা খুঁজে বের করি। তিনিও জানান যে গত রবিবার তিনি গ্যাস বুক করেছিলেন। গ্যাস ডেলিভারি হওয়ার পর, ১৯শে ফেব্রুয়ারী তিনি ভর্তুকি ফেরত পান। সেই ভর্তুকির পরিমাণ ১৯.৫৭ টাকা।

এর পর আমরা এই পোস্টে দেওয়া বিভিন্ন সালের গ্যাসের দামের যে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখি। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে ২০১৪ সাল (২০২১ থেকে) অবধি প্রতি মাসের গ্যাসের দামের তালিকা খুঁজে পাওয়া যায়। দেখা যাচ্ছে পোস্টটিতে দেওয়া দাম সেই বছরের কোনও না কোনও মাসের দামের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু এগুলো সবই ভর্তুকি-হীন গ্যাসের দাম।
যেমন পোস্টে দাবি করা হয়েছে যে ২০১৪ সালে গ্যাসের দাম ছিল ১,২৪১ টাকা। সত্যিই, পয়লা জানুয়ারী ২০১৪ সালে গ্যাসের দাম দিল্লিতে ১,২৪১ টাকা হয়েছিল। কিন্তু সেই সময়, ভর্তুকি-যুক্ত গ্যাসের দাম ছিল মাত্র ৪১৪ টাকা।
সুতারং, বলা যেতেই পারে এই ফেসবুকের পোস্টের দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

