ইভিএম বন্ধ নয়, ব্যালটের পাশাপাশি ইভিএম-এও ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে মহারাষ্ট্রে
ফেসবুকে দাবি, মহারাষ্ট্র সরকার নাকি ইভিএম বন্ধের আইনি প্রক্রিয়া চালু করে দিয়েছে
- Total Shares
পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বাজতে শুরু করে দিয়েছে। আর, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সোশ্যাল মিডিয়াগুলো সরব হয়ে উঠছে। বিভিন্ন শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াগুলো জুড়ে বিভিন্ন ধরণের পোস্ট করে চলেছেন।
'জয় হিন্দ বাহিনী' নামের একটি ফেসবুক পেজে 'সুখেন্দু ঘোষ' নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী নির্বাচন বিষয়ক একটি দাবি করে লিখেছেন, "ইভিএম বন্ধ করে সমস্ত ভোট ব্যালটে করার আইনমাফিক ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে শুরু করল মহারাষ্ট্র সরকার, আমাদের রাজ্যেও ব্যবস্থা নিক, অনুরোধ রাজ্য সরকারকে।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করে দেখা গিয়েছে মহারাষ্ট্র বিধাসভার প্রাক্তন অধ্যক্ষ নানা পাতোলে এই মর্মে রাজ্য সরকারকে একটি নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই প্রস্তাবে ইভিএম বন্ধ করে দেওয়ার কথা কোথাও বলা হয়নি। তাঁর নির্দেশে বলা হয়েছিল, ইভিএম-এর পাশাপাশি ব্যালটেরও ব্যবস্থা রাখা হোক। ভোটদাতা যে মাধ্যম বেছে নেবেন সেই মাধ্যমেই ভোটদান করতে পারবেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, এই নির্দেশটি দিয়ে পাতোলে জানিয়েছিলেন, "সংবিধানের ৩২৮ ধারা অনুযায়ী রাজ্য সরকার এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। ইভিএম যখন চালু হয়েছিল তখন এমন কোনও নিয়ম করা হয়নি যে শুধুমাত্র ইভিএম-এর মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। লোকে যদি ইভিএম-এর উপর সন্দেহ প্রকাশ করে তাহলে আমার মতো এখন একজন সাংবিধানিক পদাধিকারের উচিত মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা।"
পাতোলে নিজের ফেসবুক প্রোফাইলেও এই বিষয়টি পোস্ট করেছেন।

ইতিমধ্যেই, ইভিএম বনাম ব্যালটের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই নির্দেশটি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন।
তার উপর, এর মধ্যেই, অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন পাতোলে।
সুতারং, বলা যেতেই পারে, ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

