"মেশিন নয় ব্যালট চাই"- মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো স্লোগান ফের ভাইরাল
ব্যালট নিয়ে পুরোনো ভিডিও ভাইরাল হলো ফেসবুকে
- Total Shares
মমতা বন্দোপাধ্যায় কি ফের নির্বাচনে ব্যালট ফিরিয়ে আনার দাবি তুলেছেন ? সমাজ মাধ্যমে এমনি দাবি করলেন অনেকে।
কিছ ফেসবুক ব্যবহারকারী , তৃণমূল নেত্রীর একটি ভিডিও এবং তার সঙ্গে ভোটে কারচুপির একটি ভিডিওর অংশ পোস্ট করে ক্যাপশনে লিখেছেন " ব্যালট চাই না মেশিন চাই"। মমতাকে এখানে বলতে শোনা যাচ্ছে " মেশিন চাই না ব্যালট চাই। আমাদের ব্যালট ফিরিয়ে দাও । এই মুভমেন্টটা আমরা সারা দেশে করবো , শুরু করবো আমাদের এই বাংলা থেকে"।
ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিও দুটি , পুরোনো। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে একটি সাংবাদিক সম্মেলনে ব্যালট ফেরত আনার দাবি তোলেন মমতা বন্দোপাধ্যায়। ভোটে কারচুপির অন্য ভিডিওটি ২০১৮ সালের।
কী ওয়ার্ড সার্চের সাহায্যে আমরা এই মমতা বন্দোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর এই একই অংশ একটি ইউটুব চ্যানেলে খুঁজে পাই। জুন 4, ২০১৯ সালে এই ভিডিওটি আপলোড করা হয়।
আমরা এই একই সময়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন খুঁজে পাই। ২০১৯ সালে , জুন ৩ তারিখের এই প্রতিবেদনে , নবান্নে করা মমতা বন্দোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের সম্পর্কে লেখা হয়েছে। "‘ইভিএম হঠাও, ব্যালট ফেরাও’, দলকে জাগাতে নতুন আহ্বান মমতার" - এই শিরোনামে লেখা প্রতিবেদন অনুযায়ী লোকসভা নির্বাচনের ফলাফলের পর ফের দেশ জুড়ে ইভিএম হটিয়ে ব্যালট ফিরিয়ে আনার দাবি তোলেন তিনি।
তৃণমূল কংগ্রেসের "জাগো বাংলা" টুইটার হ্যান্ডেল থেকেও এ বিষয় জুলাই মাসে একটি টুইট করে। সেই টুইটে লেখা হয় - "শহিদ দিবস ২১ জুলাইকে সামনে রেখে ‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও’ এবং ‘ ইভিএম চাই না, মেশিন চাই না, ব্যালট চাই’ স্লোগান সামনে রেখে পথে নামছে তৃণমূল কংগ্রেস।"
ইভিএম নয়, ভোট চাই ব্যালটে #JagoBangla "শহিদ দিবস ২১ জুলাইকে সামনে রেখে ‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও’ এবং ‘ ইভিএম চাই না, মেশিন চাই না, ব্যালট চাই’ স্লোগান সামনে রেখে পথে নামছে তৃণমূল কংগ্রেস।"পড়ুন >> https://t.co/ckYPOX9B3B pic.twitter.com/txL1dxslkN
— JagoBanglaDigital (@jago_bangla) July 2, 2019
এই ফেসবুক পোস্টে নির্বাচনে কারচুপি করার ভাইরাল ভিডিওটি আমরা ইনভিদ এবং রিভার্স ইমেজ সার্চের সাহায্যে " ইন্ডিয়া টুডের " ইউটুব চ্যানেলে খুঁজে পাই। এক্সক্লুসিভ দৃশ্য বলে ২০১৮ সালে এই ভিডিওটি আপলোড করা হয়। সেখানে এক ব্যক্তি কে ব্যালট পেপারে ছাপ্পা ভোটে দিতে দেখা যাচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় উত্তর চব্বিশ পরগনা জেলায় হয়।
সুতরং দেখা যাচ্ছে দুটি ভিডিওর অংশই পুরোনো এবং সাম্প্রতিক নির্বাচনের সঙ্গে তার কোনো যোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

