জয় শ্রীরাম শুনে নয়ে, জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়িয়েছিলেন মমতা
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকে
- Total Shares
গতকাল একেবারে শেষ পর্যায়ের প্রচার চলেছে নন্দীগ্রাম বিধানসভা আসনে। আর, শেষ দিনের প্রচারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে বিভিন্ন ধরণের দাবি ভাইরাল হতে শুরু করেছে।
‘সুমন লাহা’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "জয় শ্রীরাম স্লোগান শুনে উঠে দাঁড়ালেন মমতা"
দুটিই ছবির মধ্যে একটি ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কষ্ট করে উইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। অন্য ছবিতে রাস্তায় কিছু বিজেপি সমর্থক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন আর কিছু লোক কিছু একটা লক্ষ করে দৌড়িয়ে যাচ্ছে।

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
তদন্তে নেমে আমরা জানতে পারি ১০ই মার্চ পায়ে চোট লাগার পর মঙ্গলবারই প্রথম প্লাস্টার লাগানো পা নিয়ে উঠে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা একেবারেই ভিন্ন কারণে। প্রচারের শেষ দিনে শেষ জনসভার একেবারে অন্তিম লগ্নে জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতেই উঠে দাঁড়িয়েছিলেন মমতা।
আজতক-এর প্রতিনিধি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সেই সময়কার একটি ভিডিও তুলে তাঁর টুইটার হ্যান্ডেলে সেই ভিডিওটি শেয়ারও করেছিলেন।
EMBED:
Mamata Banerjee on her feet for the first time since March 10 after she injured her feet. She said she will stand with support from her party workers while singing the national anthem as she ends her campaign in #Nandigram pic.twitter.com/dCRS26OPDX
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ - কলকাতা (@iindrojit) March 30, 2021
এখানে উল্লেখ্য, মঙ্গলবারই আরও একটি প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মমতা বন্দ্যোপাধায়কে লক্ষ্য করে যে শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকরা। খবরের প্রকাশ, সেই স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে পড়েননি। বরঞ্চ, গাড়ির মধ্যে স্থির বসে ছিলেন। সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও বিজেপি সমর্থকদের মমতার গাড়ির কাছে ঘেঁষতে দেননি।
তখনকার ভিডিও দেখলে একটা জিনিস পরিষ্কার যে পোস্টে ব্যবহৃত দ্বিতীয় ছবিটি সেই সময়কার।
সুতরাং, বোঝাই যাচ্ছে, এই ফেসবুক পোস্টে দুটি ভিন্ন ঘটনার ছবি এক সঙ্গে পোস্ট করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

