নরেন্দ্র মোদীর জনসভার ভিডিও পোস্ট করে বিভ্রান্তিকর দাবি সোশ্যাল মিডিয়াতে
দাবি, মোদী নাকি মাত্র ছ'সেকেন্ডে তাঁর ৭ বছরের ক্ষমতায় থাকার রহস্য বললেন
- Total Shares
অসমে নির্বাচন।প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গেও নির্বাচন। এবার এই দুই রাষ্ট্রের ভোট প্রচারকে মিলিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়াতে।
“অরুন কুমার প্রামানিক” নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, "মাত্র ছ'সেকেন্ডে মোদীজি তাঁর ৭ বছর ক্ষমতায় থাকার রহস্য বুঝিয়ে দিলেন।" ভিডিওতে নরেন্দ্র মোদী হিন্দিতে বলছেন, "গরিবকে শুধু স্বপ্ন দেখাও। ওদের নিজেরদের মধ্যে লড়াই লাগিয়ে দাও। ব্যাস, তার পর শুধু শাসন কর।"
এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ মূল ভিডিওতে নরেন্দ্র মোদীকে অন্য কথা বলতে শোনা যাচ্ছে।
তদন্তে নেমে আমরা প্রথমে এই ভিডিওটির ইনভিড সার্চ করে একটি ভিডিও ইউটিউবে খুঁজে পাই। পোস্টে ব্যবহৃত ভিডিওটিতে মোদী যে পোশাক পরে আছেন ইউটিউবের ভিডিওটিতেও একই পোশাক পরে রয়েছেন মোদী। ভিডিওটির ক্যাপশন, "অসমে কংগ্রেসের ভূমিকা এরকমই।"
এই দেড় মিনিটের ভিডিওটিতে মোদীএকই কথা বলছেন। কিন্তু তিনি কথাগুলো কংগ্রেসের ক্ষমতা দখলের প্রসঙ্গে বলছেন। মোদী বলছেন, "গরিবদের মিথ্যে স্বপ্ন দেখাও। তাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগাও। ব্যাস, তার পর শুধু শাসন কর। এই ভাবেই তো ক্ষমতা দখল করে এসেছে কংগ্রেস।"
ভিডিওটির উপরে 'বক্কাখাট অসম' ও '২১শে মার্চ' লেখা রয়েছে। এর পর আমরা কী ওয়ার্ড সার্চ করে জানতে পারি যে ২১শে মার্চ নির্বাচনী প্রচারে অসম গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সেই অনুষ্টানের পূর্ণাঙ্গ ভিডিওটিও আমরা ফেসবুকে খুঁজে পাই। ২৩ মিনিটের সেই ভিডিওতেও মোদীকে কংগ্রেসের ক্ষমতা দখলের ফর্মুলার কথা বলতে শোনা যাচ্ছে।
সুতরাং, ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর। কারণ পূর্ণাঙ্গ ভিডিওতে মোদী কিন্তু অন্য কথা বলছেন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

