ফ্যাক্ট চেক- প্রধানমন্ত্রী মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
মোদির গতবছরের ভাষণের অংশের পোস্ট করা হয়েছে
- Total Shares
প্রধানমন্ত্রী মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে সমাজ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়ে গাছে জল্পনা।
কিছু ফেসবুক ব্যবহারকারী মোদির একটি বক্তৃতার অংশ পোস্ট করে দাবি করেছেন যে তিনি তার সফর বাতিল করেছেন। বক্তৃতার শুরুতেই শোনা যাচ্ছে মোদী বলছেন যে করোনা ভাইরাস অতিমারীর জন্য তিনি ঢাকায় যেতে পারলেন না , তাই তিনি ভিডিও বার্তার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
ফেসবুকের ক্যাপশনে লেখা হয়েছে " মোদী বাংলাদেশে আসবেনা!! ভিডিও বার্তা... ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিব বর্ষ পালন করতে বাংলাদেশে আসবেনা!! ভিডিও বার্তায় জানালেন বিস্তারিত..."
ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি গতবছরের। গতবছর অতিমারীর কারণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল হয়ে যায়। এরপর ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য রাখেন।
এ বছর আগামী ২৬ শে মার্চ নরেন্দ্র মোদির দু দিনের জন্য বাংলাদেশ সফর এখনো অবধি নিশ্চত রয়েছে। এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে এখানে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন মোদী। করোনা অতিমারীর পর এটিই মোদির প্রথম বিদেশ সফর।

আমরা কী ওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি গত বছর প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল হয়ে গেছিলো অতিমারীর আতঙ্কে। এর পর তিনি শেখ মুজিবুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ রাখেন ভিডিও বার্তার মাধ্যমে। এ বিষয়ে গত বছর ১৭ই মার্চ প্রধানমন্ত্রীর একটি টুইট খুঁজে পাই আমরা। সেই টুইটে তিনি জানান অতিমারীর জন্য বাংলাদেশ যেতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে সেই দেশের মানুষকে সম্মোধন করবেন তিনি।
Tributes to Bangabandhu Sheikh Mujibur Rahman on his birth anniversary. He is remembered for his courage and indelible contribution to Bangladesh’s progress.This evening, via video link, will address Bangabandhu’s 100th Birth Anniversary celebrations being held in Bangladesh. pic.twitter.com/uqAxL0h4F6
— Narendra Modi (@narendramodi) March 17, 2020
ভাইরাল ভিডিওটি আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যম "চ্যানেল আই " নিউসএর ইউটুবে চ্যানেলে খুঁজে পাই। গত বছর ১৭ই মার্চ ভিডিওটি আপলোড করা হয়।
এরপর আমরা বাংলাদেশ এবং ভারতের সংবাদ পত্রের ওয়েবসাইটেও আগামী ২৬ শে মার্চ প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে প্রতিবেদন খুঁজে পাই।
এর থেকে আমরা বলতে পারি , যে ফেসবুকের ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর কারণ, প্রধানমন্ত্রীর ঢাকা সফর এই প্রতিবেদন লেখা অবধি নিশ্চিত রয়েছে, এবং ভাইরাল ভিডিওটি গতবছরের।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

