না, নরেন্দ্র মোদী হলদিয়াতে সস্তায় রান্নার গ্যাস দেওয়ার কথা বলেননি
ফেসবুকে দাবি, গ্যাসের দাম বৃদ্ধির মাঝে মোদী সস্তায় গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছেন
- Total Shares
জ্বালানির মূল্যবৃদ্ধি যে কোনও নির্বাচনের মোক্ষম হাতিয়ার। সামনেই বাংলার বিধাসভা নির্বাচন। পাশাপাশি, সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধি ও ঘটেছে। তাই, সোশ্যাল মিডিয়া জুড়ে এই জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন ধরণের পোস্ট রীতিমতন আলোড়ন সৃষ্টি করে চলেছে।
'মমতা ব্যানার্জি সাপোর্টারস' নামের একটি ফেসবুক পেজে এমনই একটি পোস্টে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে দাবি করা হয়েছে, "রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে ৪০০ টাকার থেকে ৭০০ টাকা করে দিয়ে মোদীজি হলদিয়ার জনসভায় জানালেন - সস্তায় গ্যাস দেবেন।"

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্ত করতে গিয়ে আমরা প্রথমেই নরেন্দ্র মোদীর হলদিয়া জনসভার বৈঠকের পূর্ণাঙ্গ ভিডিওটি খুঁজে বের করি।
প্রায় ৫৩ মিনিটের ভিডিওটিতে মোদী এলপিজি গ্যাসের কথা মাত্র একবারই উচ্চারণ করেছেন। ভিডিওটির ১৫.৩৬ মিনিটের মাথায় হলদিয়ার এলপিজি ইম্পোর্ট টার্মিনাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী জানান এই টার্মিনালের ফলে পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্বভারতে খুব সহজেই এলপিজি গ্যাস পাওয়া যাবে।
এর ঠিক আগেই ১৫.০৮ মিনিটে মোদীকে দোভি -দুর্গাপুর পাইপলাইনের কথা বলতে শোনা যাচ্ছে। এই পাইপলাইন প্রসঙ্গে মোদী জানান, "এই পাইপলাইনটি তৈরী হয়ে গিয়েছে। এই পাইপলাইন দ্বারা পশ্চিমবঙ্গের প্রচুর জেলায় পিএনজি ও সিএনজি সরবারহ করা সম্ভবপর হবে। দুর্গাপুর ফার্টিলাইজার প্লান্টেও এই পাইপলাইন দ্বারা পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাঠানো সম্ভব হবে।"
এছাড়া, গোটা ভিডিওটিতে আরও কোথাও গ্যাসের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
EMBED:
বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা পিআইবি-র ওয়েবসাইটে মোদীর হলদিয়া ভাষণ সম্পর্কিত রিপোর্টটি খুঁজে বের করি। দেখতে পাওয়া যাচ্ছে যে সেই রিপোর্টেও এলপিজি বা রান্নার গ্যাস সস্তায় দেওয়ার কথা উল্লেখ নেই। রিপোর্টে বলা হয়েছে, হলদিয়ার এলপিজি ইম্পোর্ট টার্মিনাল কোটি পরিবারের সুবিধায় আসবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় ২ কোটি মানুষকে এই টার্মিনাল থেকে এলপিজি সরবারহ করা হবে। এই দু'কোটির মধ্যে প্রায় এক কোটি আবার উজ্জ্বলা প্রকল্পের আওয়ায় দেওয়া হবে।"

এরপর, আমরা মোদীর হলদিয়া সভা সংক্রান্ত মিডিয়ার রিপোর্টগুলোত পড়তে শুরু করি। কিন্তু একটি রিপোর্টেও মোদী যে সস্তায় গ্যাস দেবেন বলেছেন এমন কোনও দাবি খুঁজে পাওয়া যায়নি।
রান্নার গ্যাসের দাম যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তা বলাইবাহুল্য। তবে, পোস্টে যে দাবি করা হয়েছে তা কিন্তু বিভ্রান্তিমূলক।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

