নেদারল্যান্ডের সমর্থকদের ভিডিও নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ালো ফেসবুকে

নেদারল্যান্ডে হিন্দু রাষ্ট্র স্থাপন নিয়ে ভিত্তিহীন দাবি

 |  1-minute read |   29-06-2021
  • Total Shares

ইউরো কাপের রাউন্ড অফ সিক্সটিনের খেলা ছিল নেদারল্যান্ড আর চেক রিপাব্লিকের মধ্যে ২৭'এ জুন । সেই ম্যাচে জয়ী হয়ে চেক রিপাবলিক এবং কোয়াটার ফাইনালে প্রবেশ করে। কিন্তু সেই ম্যাচের অন্যতম এক ব্যাপার ছিল নেদারল্যান্ডের সাপোর্টারদের ভীড়। বুদাপেস্ট শহরকে কাল নেদারল্যান্ডের কমলা জার্সিতে ভরে থাকতে দেখা গেছে। এমনই সময় ওসমান গানি নামক এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, " নেদারল্যান্ডে গেরুয়া ঝড়। নেদারল্যান্ডে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার নাম পাল্টে হিন্দুরল্যান্ড করা হলো। (যোগীজি এই নামটি দিয়েছেন)। বিদেশেও মোদি ঝড়, হর হর মোদি, ঘর ঘর মোদি।" এই পোস্টে অসংখ্য বার শেয়ার হয়েছে এবং অন্যান্য আরো ফেসবুক ব্যবহারকারীরাও এই পোস্ট শেয়ার করেছেন। সেই লিংক আপনারা দেখতে পাবেন এখানে এবং এখানে

পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে।ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে এই দাবি সঠিক নয়। আমরা এই ভাইরাল ভিডিও কীফ্রেমে ভাগ করার পর রিভার্স সার্চ পদ্ধতি ব্যবহার করি। জানা যাচ্ছে যে এই ভাইরাল ভিডিও নেদারল্যান্ড শহরের নয়, বুদাপেস্টের যেখানে নেদারল্যান্ড বনাম চেক রিপাবলিক খেলা চলছিল। আসল ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে

আমরা রিভার্স সার্চ করে "দ্য সান" এর প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাই যেখানে নেদারল্যান্ড সাপোর্টারদের উচ্ছাসের কথা লেখা রয়েছে। আমরা এই সংক্রান্ত অন্যান্য ভিডিও ও খুঁজে পেয়েছি।  

এইসব থেকে বলা যেতে পারে যে নেদারল্যান্ডকে হিন্দু রাষ্ট্র বানানোর দাবি ভিত্তিহীন। 

নেদারল্যান্ডের সমর্থকদের ভিডিও নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়ালো ফেসবুকে
Claimনেদারল্যান্ডকে হিন্দু রাষ্ট্র বানানো হয়েছে এবং দেশের নাম এখন থেকে হিন্দুরল্যান্ড। Conclusion ব্যবহার করা ভাইরাল ভিডিও ইউরো কাপের সেলেব্রেশনের এবং হিন্দু রাষ্ট বানানোর এই দাবি ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Shrey Banerjee Shrey Banerjee @banerjee_shrey

Shrey Banerjee is a media enthusiast and a member of the Fact Check Team. He has worked with renowned media platforms in the past and reported on events like the Lok Sabha Polls 2019, the Kolkata Port Trust Fire Incident and more. He has also covered numerous promotional activities and conducted interactive sessions for the film and entertainment industry in Kolkata.

Comment