ফ্যাক্ট চেক: পেইন্টিংয়ের ছবি পোস্ট করে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে বিভ্রান্তিকর দাবি
বিভ্রান্তিকর দাবিটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
১৯ ডিসেম্বর নাজিম সাইফি নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পেইন্টিংয়ের ছবি পোস্ট করে দাবি করেছেন, ''এভাবেই চীনে আমাদের উইঘুর মুসলিম বোনদের উপর নির্যাতন করা হয়। [চীন] কুরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক ধর্মতাত্ত্বিক বিদ্যালয়সমূহ, মাদ্রাসাগুলি নিষিদ্ধ করা হয়েছিল, একের পর এক ধর্মীয় পণ্ডিতদের হত্যা করা হয়েছিল। এত কিছুর পরেও মুসলমানরা চুপ করে থাকে,"
বহু মানুষ এই পোস্টটি শেয়ার করেছেন। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে। আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে প্রথমেই ছবিটি রিভার্স সার্চ করে। সেখান থেকে বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যায়।
দেখা যায় এই ছবিটি বহুদিন ধরেই পিন্টারেস্টে রয়েছে, নানা সময়ে নানাজন পোস্ট করেছেন।
লিঙ্কগুলি থেকে দেখা যায় ছবিটি কম করে সাত বছর পুরোনো। আফওয়া তথ্যানুসন্ধান করে দেখেছে ক্লাসিক্যাল পোয়েট্স ডট ওয়ারজি নামের ওয়েবসাইটে ২০১২ সালে ছবিটি আপলোড হয়।।

ছবিটি এঁকেছেন কুইং শিন। ২০১১ সালে NTD Television আয়োজিত ইন্টারন্যাশনাল চাইনিজ ফিগার পেইন্টিং কম্পিটিশনে ছবিটি গোল্ড অ্যাওয়ার্ড জেতে।

যদিও ছবিটি সংখ্যালঘু তুর্কমেনীদের অত্যাচারের ছবিই ফুটিয়ে তুলেছে কিন্তু এটি কোনও বাস্তবিক ছবি নয়। শিল্পীর কল্পনা মাত্র। কিন্তু ফেসবুক পোস্টটিতে এরকম কোনও উল্লেখ নেই যে ছবিটি একটি পেইন্টিং, তাই এই পোস্ট বহু মানুষকে বিভ্রান্ত করেছে। তাই এই পোস্টটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

