রাহুল গান্ধীর অসম সফর সংক্রান্ত পোস্টকার্ডে শ্রীলঙ্কার চা-বাগানের ছবি
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ছবি ফেসবুকে
- Total Shares
পশ্চিমবঙ্গের পাশাপাশি, অসমেও বিধানসভা নির্বাচন আসন্ন। তাই, সেই রাজ্যের নির্বাচন সংক্রান্ত পোস্টগুলো ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে ফেসবুক জুড়ে।
সম্প্রতি, সরল প্যাটেল নামের একজন একটি পোস্টকার্ড পোস্ট করেছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। এই পোস্টকার্ডে রাহুল গান্ধীর ছবির উপর লেখা রয়েছে, "১৯শে মার্চ রাহুল গান্ধী অসম সফরে আসছেন।" পোস্টকার্ডে রাহুল গান্ধীর ছবিটির পিছনে একটি চা-বাগানের ছবি। ছবিতে, একজন চা-বাগানের শ্রমিককে একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন।

এছাড়া, আরও অনেক ফেসবুক ব্যবহারকারী এই পোস্টকার্ডটি পোস্ট করেছেন। পোস্টগুলোর আর্কাইভ দেখতে পাবেন এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের ছবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা পোস্টকার্ডে চা-বাগানের ছবিটি ক্রপ করি। তারপরে শুধুমাত্র চা-বাগানের ক্রপড ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করি। ইন্টারনেটে এই ছবিটির উপস্থিতি অনেগুলো ওয়েবসাইটে রয়েছে।
টিনআই সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে, ছবিটিকে সবচাইতে আগে ২০১৮ সালের ২ মে পোস্ট করা হয়েছিল। সাটারস্টক ওয়েবসাইটের সেই ছবিটির ক্যাপশনে দেখা যাচ্ছে ছবিটি শ্রীলঙ্কার একটি চা-বাগানের।

এখানে উল্লেখ্য, অ্যাডোবস্টক ফটো নামের একটি ওয়েবসাইটে এই ছবিটির সন্ধান পাই আমরা। যেখানে 'অসম' গ্যালারিতে এই ছবিটি রয়েছে। কিন্তু ছবিটির উপর ক্লিক করলে ছবিটির ক্যাপশনে দেখা যাচ্ছে, "ছবিটি শ্রীলঙ্কার একটি চা-বাগানের।"

এছাড়া, গেটি ইমেজ-এর ওয়েবসাইটে এই ছবিটি আমরা দেখতে পাই। সেখানেও, বলা হচ্ছে ছবিটি শ্রীলঙ্কার।
সুতারং, নিশ্চিতভাবে বলা যেতে পারে ফেসবুকে পোস্টে ব্যবহৃত এই চা-বাগানের ছবিটি অসমের নয়, শ্রীলঙ্কার।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

