ফ্যাক্ট চেক- রাহুল গান্ধীর ভাষণের সম্পাদিত একটি ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে
মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ নিয়ে ছড়ালো ভিত্তিহীন তথ্য
- Total Shares
রাহুল গান্ধীর একটি ভিডিওক্লিপ সম্প্রতি ফের ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে ," গান্ধীজি তার অহিংসার আদর্শ গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম থেকে"। মাত্র ২৪ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ টি অনেকেই পোস্ট করেছেন ফেসবুকে।
Ridiculous Gyaan from Rahul Gandhi : Mahatma Gandhi picked up IDEA of "NON VIOLENCE" from "IsIam" ???????? pic.twitter.com/RN0jDmw0uF
— Rosy (@rose_k01) March 9, 2021
ভাইরাল পোস্টগুলি আর্কাইভে হয়েছে এখানে ও এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি রাহুল গান্ধীর দীর্ঘ বক্তব্যের একটা অসম্পূর্ণ অংশ মাত্র। রাহুল গান্ধী বলেছিলেন মহাত্মা গান্ধী তার অহিংসার আদর্শ গ্রহণ করেছিলেন ইসলামের থেকে, খৃষ্টান ধর্ম থেকে, ইহুদিবাদ থেকে।
কী ওয়ার্ড সার্চ করে আমরা রাহুল গান্ধীর আসল ভিডিওটি খুঁজে পাই ভারতীয় জাতীয় কংগ্রেসের ফেসবুক পেজে । ২০১৯ সালের জানুয়ারী মাসে , দুবাইতে ভারতীয় অভিবাসীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ নিয়ে কথা বলেন। ফেসবুকের এই ভিডিওটি প্রায় আঠাশ মিনিট দীর্ঘ।
সেখানে এক জায়গায় তিনি বলেন , মহাত্মা গান্ধী তার অহিংসার আদর্শ গ্রহণ করেছিলেন আমাদের মহান ধর্মগুলি থেকে, ভারতের সনাতন দর্শন থেকে , ইসলাম থেকে, খৃষ্টান ধর্ম থেকে, ইহুদিবাদ থেকে , পৃথিবীর সব মহান ধর্ম গুলি থেকে যেখানে বলা হয়েছে হিংসার দ্বারা কেউ অগ্রসর হতে পারবে না।
রাহুল গান্ধীর এই ভিডিও কংগ্রেস পার্টির তরফ থেকে টুইটও করা হয়।
LIVE: Congress President @RahulGandhi addresses Indian diaspora in Dubai. #RahulGandhiInDubai https://t.co/HKtxhaZnzZ
— Congress (@INCIndia) January 11, 2019
সুতরং , তার সম্পূর্ণ ভাষণটি শুনলে বোঝা যায় , যে ভাইরাল ভিডিওটি একটি অসম্পূর্ণ খণ্ডিত অংশ , যা তার ভাষণের মূল ভাব কে বিকৃত করে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

