ফ্যাক্ট চেক- রাহুল গান্ধীর সম্পাদিত একটি ছবি ফের ভাইরাল
মোঘল সম্রাটের ছবি বসিয়ে ফেসবুকে ভাইরাল হলো এই বিকৃত পোস্ট
- Total Shares
কিছু ফেসবুক ব্যবহারকারী রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করে হিন্দিতে দাবি করেছে, যে কংগ্রেস নেতার কার্যালয়ের দেয়ালে রাম বা কৃষ্ণ অথবা গান্ধীজির ছবি নয়, মুঘল বাদশাহ বাবরের ছবি রয়েছে, এবং সে কারণেই তিনি রাম মন্দির তৈরির বিরোধিতা করেন।

ভাইরাল এই পোস্টটি আর্কাইভে করা হয়েছে এখানে
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি এডিট করা। আসল ছবিতে কোনো মুঘল সম্রাট নয় মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।
রিভার্স ইমেজ সার্চের অসাহায্যে আমরা জানতে পারি এই ভাইরাল ছবিটি এর আগেও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সে সময় দাবি করা হয়েছিল রাহুল গান্ধীর কার্যালয়ে আওরঙ্গজেবের ছবি রয়েছে। আজতক ওয়েবসাইটে এ বিষয় একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
আসল ছবিটি ২০১৭ সালে দ ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজের ওয়েবসাইটে বেরিয়েছিল। সেখানে রাহুল গান্ধীর প্রেক্ষাপটে কোনো মোঘল সম্রাটের ছবি নয় মহাত্মা গান্ধীর ছবি দেখা যায়।

এই একই ছবি এবং ওই অনুষ্ঠানের আরও কিছু ছবি কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ৪ ঠা ডিসেম্বর ২০১৭ সালে পোস্ট করা হয়।
A new era begins, as Congress VP Rahul Gandhi prepares his nomination papers for the post of Congress President at AICC. #IndiaWithRahulGandhi pic.twitter.com/mgFikbNfpF
— Congress (@INCIndia) December 4, 2017
রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি পদের জন্য তার মনোনয়ন পত্রে হস্তাক্ষর করছিলেন, বলে জানা যায়।
সুতারং, বোঝা যাচ্ছে , ভাইরাল ছবিটি মর্ফ করা , আসল ছবিতে মহাত্মা গান্ধীর ছবি যাচ্ছে , কোনো মোঘল সম্রাটের নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

