ফ্যাক্ট চেক: সাম্প্রতিক ইউরোপ ভ্রমণের দাবী করে ভাইরাল রাহুল গান্ধীর পুরোনো ছবি
অনেকেই বিভ্রান্তিকর দাবী করে ছবিগুলিকে সম্প্রতি পোস্ট করেছেন
- Total Shares
এবছরের সাধারণ বাজেট পেশ হওয়ার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বেশ কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
"প্রশান্ত সাম্বারগি" নামের এক ফেসবুক ব্যবহারকারী এবছরের জানুয়ারির ৩১ তারিখে রাহুল গান্ধীর দুটি ছবি পোস্ট করে দাবী করেন রাহুল জানুয়ারির ৩০ তারিখ রাতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, এবছরের জানুয়ারি মাসে রাহুল গান্ধীর ইউরোপ ভ্রমণের বলে দাবী করা এই ছবিগুলি আসলে অসম্পর্কিত এবং এগারো বছরেরও বেশি পুরোনো।তাছাড়া, রাহুল জানুয়ারির ৩০ তারিখ রাতে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এমন খবরও আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাইনি।
ভাইরাল এই ছবিগুলির বিষয়ে জানতে আমরা তাদের ইন্টারনেটে রিভার্স সার্চ করি।
ভাইরাল প্রথম ছবি
রাহুল গান্ধীর এই ছবিকে আমরা ২০০৯ সালে প্রকাশিত "ইন্ডিয়া টাইমস" ও "ইন্ডিয়া টুডে"র দুই প্রতিবেদনে খুঁজে পাই।সংবাদসংস্থা পিটিআইয়ের তোলা এই ছবি থেকে আমরা জানতে পারি এই ছবিতে রাহুল গান্ধীর সাথে কলকাতায় এক আইপিএলের ম্যাচের সময় বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে দেখতে পাওয়া যায়।

ভাইরাল দ্বিতীয় ছবি
২০০৫ সালে প্রকাশিত "আউটলুক ম্যাগাজিনে"র এক প্রতিবেদনে রাহুল গাঁধীর পুরোনো এই ছবিকে খুঁজে পাওয়া যায়।ছবিটিতে থাকা মহিলাটিকে সেখানে রাহুল গাঁধীর বান্ধবী ভেরোনিকা বলে উল্লেখ করা হয়।

এদিকে কীওয়ার্ড সার্চ করে আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানুয়ারির ৩০ তারিখ রাতে রাহুল গান্ধীর ইউরোপে ঘুরতে যাওয়ার খবর খুঁজে পাইনি।
আমরা দেখতে পাই, এবছরের জানুয়ারির ২৯ তারিখে রাহুল গাঁধী দিল্লিতে কংগ্রেসের সদর দফতর থেকে সাংবাদিক বৈঠক করেন।
ফেব্রুয়ারির ১ তারিখে বাজেট পেশ হওয়ার সময়ও সংসদে রাহুল গান্ধীর উপস্থিতির রিপোর্ট পাওয়া যায়।
এর থেকে বলা যেতে পারে, এবছরের জানুয়ারির ৩০ তারিখ রাতে ইউরোপে গিয়ে রাহুল গান্ধীর ছুটি কাটানোর দাবী করে ভাইরাল হওয়া এই ছবিগুলি আসলে এগারো বছরেরও বেশি পুরোনো এবং অসম্পর্কিত।তাছাড়া, রাহুল জানুয়ারির ৩০ তারিখ রাতে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এমন খবরও আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাইনি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

