ফ্যাক্ট চেক- শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থীর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক
ফেসবুকের দাবি বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী
- Total Shares
কোচবিহার জেলায় , শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়ের ফেসবুকের কয়েকটি ছবি নিয়ে বিতর্কের ঝড় সমাজ মাধ্যমে। ভাইরাল ছবিতে কাটা তারের বেড়ার ওপাশের মানুষের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের স্ক্রিন শটে লেখা " আজ তেতুঁলের ছড়া সীমান্তের মানুষদের সাথে কথা বললাম ও ভোট প্রার্থনা করলাম।।"
বেশ কিছ ফেসবুক ব্যবহারকারী এই স্ক্রিন শটটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন , "তৃণমূলের শীতলকুচি বিধানসভার প্রার্থী বাংলাদেশের মানুষদের কাছে ভোট কেন চাইছে ?"

ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কোচ বিহার জেলার ভারতীয় কৃষকদের অনেক জমি ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তারের ওপারে পড়েছে। ভারতীয় নাগরিকরাই সেই জমিতে চাষ করতে প্রতিদিন কাটা তার পাড় করে অনুমুতি নিয়ে ওপাড়ে যান। তৃণমূল প্রার্থীর দাবি তিনি সেই সব ভারতীয় ভোটারদের সঙ্গেই কথা বলছিলেন কাটা তারের এপার থেকে।
সীমান্তে কাটা তারের বেড়ার ফলে কোচবিহার সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারতীয় কৃষকদের চাষ বাসের ক্ষেত্রে কিছু সমস্যার মোকাবিলা করতে হয় সারা বছর। এ বিষয় বেশ কিছু সংবাদ পত্রের প্রতিবেদন পড়া যাবে এখানে এবং এখানে। এই সব প্রতিবেদনে শীতলকুচি বিধানসভা অঞ্চলের কাটা তার এবং সেই সংক্রান্ত সমস্যার উল্লেখ আছে।
আমরা কোচবিহার জেলার সরকারি ওয়েবসাইটেও এ বিষয় বিস্তারিত তথ্য পাই। এই ওয়েবসাইট অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তে জিরো লাইন থেকে ১৫০ মিটার এবং কোনো কোনো জায়গায় ৬০০ মিটার দূরে কাটা তারের বেড়া লাগানো রয়েছে। সেই জন্য অনেক ভারতীয় নাগরিকের জমি রয়েছে বেড়ার ওপাড়ে। তাই প্রতিদিন সকাল ছটায় সীমা সুরক্ষা বলের কাছে নিজেদের পরিচয় পত্র জমা রেখে কাটা তার পাড় করে নিজেদের জমিতে চাষ বাস করতে যান তারা।
তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়ের বক্তব্য , " গেট খোলার অনেক পরে আমি পৌঁছেছিলাম সেখানে নির্বাচনী প্রচারে। তাই ও পারে যেতে পারি নি। তাই কাটা তারের এ পাড় থেকেই যে কয়জন কে পেলাম তাদের সাথে কথা বললাম। তারা সবাই ভারতীয় নাগরিক আমাদের ভোটার। "
বিষয়টির ব্যাপারে বিতর্ক এড়াতে তিনি তার ফেসবুক পেজেও সীমান্তের কাটা তারের সমস্যা নিয়ে পোস্ট করেছেন।
আমরা ব্যাপারটি নিয়ে জানতে , রাজ্য সরকারের কৃষিদপ্তরের একজন প্রাক্তন আমলার সঙ্গেও কথা বলি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রাক্তন সরকারি আমলা জানান , কোচবিহার সহ কিছু জেলায় কাটা তারের জন্য ভারতীয় কৃষকদের চাষ বাসের সমস্যা এখনো রয়ে গেছে।
তৃণমূল প্রার্থীর ফেসবুক পোস্টে কাটা তারের ওপাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের নিশ্চিত পরিচয় আমরা জানি না , কিন্তু জিরো পয়েন্ট পাড় হয়ে ভারতীয় সীমান্তে কাটা তারের কাছে , সীমা সুরক্ষা বলের উপস্থিতিতে ভারতের চাষের জমির ওপর বাংলাদেশের নাগরিকদের থাকার সম্ভবনা খুবই ক্ষীণ। সুতরং, বলা যায় তৃণমূল প্রার্থীর বাংলাদেশের নাগরিকদের কাছে ভোট চাওয়ার ভাইরাল দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

