২০০৭ সালের ছবি পোস্ট করে দাবি, সম্প্রতি তসলিমা নাসরিনকে জুতোপেটা করা হয়েছে
বাংলাদেশী লেখিকা নিয়ে বিভ্রান্তিকর পর পোস্ট ফেসবুকে
- Total Shares
বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন-কে নিয়ে উৎসাহের অন্ত নেই। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কোনও ধরণের দাবিই ভাইরাল হয়ে ওঠে।
সম্প্রতি 'নিজাম মিলন' নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখিকার একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, "এবার ভারতে ও জুতাপেটা তাসলিমা নাসরিনকে। মহানবী (স.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় এবার ভারতে তাসলিমা নাসরিনকে জুতাপেটা করল জনতা !"

ছবিতে একটি উত্তেজনার দৃশ্য ফুঁটে উঠছে। এবং, সেই উত্তেজনার মাঝে তসলিমা নাসরিন-কেও দেখতে পাওয়া যাচ্ছে।
এখানে এই ফেসবুক পোস্টের আর্কাইভ দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
সম্প্রতি, এদেশে কোনও অনুষ্ঠানেই তসলিমা নাসরিনের উপর হামলা হয়নি। কি-ওয়ার্ড সার্চ করলে দেখতে পাওয়া যাচ্ছে, যে ২০০৭ সালে হায়দরাবাদ প্রেস ক্লাবে তসলিমার উপর হামলা হয়। সেই সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে রয়েছে। সেই ওয়েবসাইট খুললে, ফেসবুক পোস্টের ব্যবহৃত ছবিটিও দেখতে পাওয়া যাচ্ছে।
খবরের প্রকাশ, ২০০৭ সালের ৯ই অগাস্ট হায়দারাবাদের প্রেসক্লাবে হাজির ছিলেন তসলিমা। সেদিন তাঁর লেখা 'শোধ' উপন্যাসটির তেলুগু সংস্করণ প্রকাশিত হচ্ছিল। অনুষ্টান চলাকালীন, মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর কিছু কর্মকর্তা প্রেসক্লাবে ঢুকে ভাঙচুর চালান। মিমের সেই দলটির নেতৃত্বে ছিলেন তিনজন বিধায়ক - আফসর খান, আহমেদ পাশা ও মজুম খান। অনুষ্ঠান কক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকরা এরপর তসলিমাকে এসকর্ট করে বিমানবন্দরে পৌছিয়ে দিয়েছিলেন। বিধায়ক ও মিম কর্মীদের আটকও করা হয়েছিল।

বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা এই অনুষ্ঠানটির ভিডিও খুঁজে বের করি।
সুতারং, বলাই যেতে পারে ফেসবুক পোস্টের এই দাবি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

